আমাদের সকলের প্রিয় সচল মৃদুল ভাইয়ের রাজাকার বিষয়ক একটা ছড়ার আবৃত্তি নিয়ে এলাম আজকে।
ডিসেম্বরের এই মাসে রাজাকারদের আস্ফালন আর উল্লম্ফন দেখে কেবল একটা কথাই মনে আসছে--তবে কী তারা বুঝতে পেরেছে যে তাদের সময় ঘনিয়ে এসেছে??!! তারা কী বাতাসের মাঝে টের পাচ্ছে যে তাদের জন্যে রাখা অক্সিজেনে টান পড়ছে?!! তারা কী শুনতে পারছে মানুষ জাগছে??!! ধর্মের লেবাস পরিয়ে আর তাদের চামড়া ঢাকা যাবে না----
রাজাকার....
তোদের হাতে সময় বেশি নেই আর--
ছড়াটা সকলে শুনুন, ভাল লাগলে অন্যদেরকেও শোনান
মূল ছড়াকারঃ মৃদুল আহমেদ
সঙ্গীতায়োজন, আবৃত্তিঃ অনিকেত
** যারা ল্যাপি/পিসি/ট্যাবিতে শুনবেন, ইয়ারফোন ব্যবহার করলে ভাল ফলাফল পাবেন।
মূল ছড়াটি এইখানেঃ
যদি রাজাকার হাসে?
বুঝবেন কোনো ভালো লোক আজ বিপন্ন আশেপাশে,
অথবা টিভিতে কোমর দুলিয়ে নাচছেন পূজা বাত্রা...
ফচকে ফাজিল রাজাকারগুলো আসলেই বড় ফাত্রা!যদি রাজাকার কাঁদে?
বিচলিত মোটে হবেন না কেউ এরকম সংবাদে!
কাঁদতে জানে না রাজাকার আর জানে না কোনটা কান্না...
চোখে পানি মানে আজ দুপুরে সে খেয়েছিল ঝাল রান্না!যদি রাজাকার নাচে?
হতেই পারে না! শিল্পকলার ছিল না তো সাতেপাঁচে!
নাচ-গান সব হিন্দু জিনিস, জানো গুনা হয় কত?
ঘটনা কী তবে? ...পিঁপড়া কামড় দিয়েছে জায়গামতো!যদি রাজাকার কাঁপে...
বুঝে নিতে হবে এবারের শীত বাড়ছেই ধাপে ধাপে...
শীতবস্ত্রের তার কি অভাব? তবে সে কেন এ ফাঁপড়ে?
--মুষ্টিবদ্ধ হাতগুলো দেখে পানি পড়ে গেছে কাপড়ে!
মন্তব্য
(বাঘুবাচ্চা)
(ধইন্যা)
দারুণ লাগলো।
ধন্যবাদ 'অতিথি লেখক'--আপনার নামটা জানতে পারলে আরো একটু ভাল লাগত--
ক্যাপচার প্যাঁচে পড়ে মাঝেমধ্যে অতিথি লেখক হিসাবে মন্তব্য করি। নাম লিখতে ভুলে গিয়েছিলাম। -রু
=DX
তোফা!
ডাউনলোড করে শেয়ার করা যাবে?
ধন্যবাদ প্রিয় স্যাম ব্যানার্জি
আমি ডাউনলোড অপশন এখন 'অন' করে দিয়েছি--আপ্নি নির্দ্বিধায় নামাতে পারবেন
শুভেচ্ছা নিরন্তর
অনেক অনেক ধন্যবাদ।
যদি কুমড়ো পটাশ হাসে ;)
সেইরকম হইছে। ফাটাফাটি, জটিল, সুপার। =DX
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ধন্যবাদ সাফিনাজ আরজু
ভাল থাকুন সকল সময়ে
=DX
(ধইন্যা)
যদি রাজাকার কাঁপে...
বুঝে নিতে হবে এবার মৃত্যু ঘনিয়ে আসছে ধাপে ধাপে।
অপ্রস্তুত লেনিন।
হক কথা বস
ভাল থাকুন--
দারুণ! দারুণ!!
রাজাকারের চামড়া
কুত্তা দিয়া কামড়া
ফারাসাত
^:)^
(ধইন্যা)
(জাঝা)
facebook
(ধইন্যা)
শুনতে খুবই মজা লাগলো, অনিকেত'দা। (দেঁতোহাসি)
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক ধন্যবাদ সুপাশি
অনিঃশেষ শুভ কামনা
ওয়াহ, স্রেফ ওয়াহ।
শুক্রিয়া জনাব
ভাল থাকুন অহর্নিশ
দারুন হয়েছে শুনতে।
তোমার বেশ কিছু পুরানো লেখা পড়লাম, এত ভালো কি করে যে লেখো?
সব লেখায় বিষণ্ণতার ছাপ থাকে, ফলে পড়ে ভালো লাগার সাথে সাথে মনটাও খারাপ যায়।
তুমি ভালো থাকো।
স্নেহার্য্র কথাগুলোর জন্যে ধন্যবাদ নীলু'দি
শুভেচ্ছা নিরন্তর
দারুন, শেষের এহে এহে হাশিটাও জম্পেশ হয়েছে বস।
ধন্যবাদ কুমার
শুভেচ্ছা অহর্নিশ
ইয়্যূটুবে দিয়ে দিলাম বস।
অনেক ধন্যবাদ বস--দারুণ হইসে বস!
অনেকদিন পর লগাইলাম তারা দাগাইতে! সিরাম হইছে মিয়া, মৃদুল ভাই কই?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আন্তরিক কৃতজ্ঞতা বস
মিদুল'দা রে আমিও খুঁজি
ভাল থাকো বস
সাংঘাতিক হৈছে বস!!
_____________________
Give Her Freedom!
থ্যাঙ্কু বস
ফাটাফাটি!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
চমৎকার!
থ্যাঙ্কু বস
চমৎকার!
ধন্যবাদ বস
দুর্দান্ত!
ঢোল কি আপনি বাজিয়েছেন? আবৃত্তিও অসাধারণ হয়েছে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ স্পর্শ বস!
ঢোল আমি না, কীবোর্ড বাজিয়েছে ;)
শুভেচ্ছা নিরন্তর
নেই নেই ভয়, হবে হবে জয়
guest
Damama
নিশ্চয়ি হবে দামামা
ভাল থাকুন
মজা পেলাম। :)
তবে আপনার কণ্ঠ ইকো না হয়ে সরাসরি রেকর্ড করা গেলে ভাল হতো। ছড়ার কথাগুলো খানিকটা বলিষ্ঠতা দাবি করে, সেটা একটু কমেছে ইকো-র কারণে।
সঙ্গীতায়োজন দারুণ, কেম্নে যে করেন এইসব! (গুলি)
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অনেক ধন্যবাদ বস
একেবারে হক কথা---এইটা খেয়ালে রাখতে হবে।
শুভেচ্ছা অহর্নিশ
কাটলেট
:)
ভেবেছিলাম বিজয়ের মাসে অন্তত একটা বরাহরে লটকায় দিবে, কিন্তু সব কেমন তালগোল পাকায় গেলো।। :-(
একটা, দলে দলে লটকানো হবে বস
আশা হারায়েন না----
রাজাকারের চামড়া তুলে নেব আমরা।
আবার্জিগস
দারুণ লাগলো ভাইয়া!
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ সজল বস
ওস্তাদ, এক কথায় দুর্দান্ত। আপনি তো আগেই শুনিয়েছিলেন। ভয়েসে ইকোর ব্যাপারটা আমারও মাথায় এসেছিল, কিন্তু ভয়ে আর লজ্জায় বলতে পারি নাই! ;) আমি এইসব ব্যাপার একটু কম বুঝি!
তবে খুব ভালো একটা কাজ হয়েছে! আমার কাছে মনে হয়, মানুষ পড়ার চেয়ে শুনতে বেশি পছন্দ করে। ওটা কম কষ্টসাধ্য তাই। রাজাকার বিরোধী সচেতনতা তৈরি এবং ধরে রাখার ক্ষেত্রে এই ধরনের আবৃত্তিগুলো ভালো ভূমিকা রাখবে। আপনি আমার ছড়ার পাশাপাশি আকতার, রিটন ভাইয়ের ছড়া নিয়েও খুব দ্রুত কিছু জিনিস নামিয়ে ফেলতে পারেন। আকতার আর রিটন ভাই আপনাকে সানন্দেই অনুমতি দেবেন। আপনি কাজগুলো নামিয়ে ফেলতে পারলে আমরা ফেসবুক এবং নানা মাধ্যমে ভূত থেকে ভূতে ছড়াগুলো ছড়িয়ে দেব! এটা আরো একটা শক্তিশালী আন্দোলন হবে!
অনেক ব্যস্ততার মধ্যেও যে এমন একটা কাজ নিজ আগ্রহে সম্পন্ন করেছেন, সেজন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ তো দেবই, কারণ ছড়াটা আমার। এর পাশাপাশি একজন বাঙালি হিসেবেও আপনাকে ধন্যবাদ জানাই। যে ধারাটা আপনার হাত দিয়ে শুরু হল, আমার ধারণা এটা বহুদূর যাবে।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মৃদুলদা - কুর্নিশ জানানোর জন্য আপ্নাকে খুঁজছিলাম -
নতুন ছড়া কবে আসবে?
অনেক ধন্যবাদ গুরু--
আপনি এবং আপনারা এমন চমৎকার ছড়া লিখছেন বলেই এইটা সম্ভবপর হচ্ছে
^:)^
দারুন
ধন্যবাদ তাহসিন
শুভেচ্ছা নিরন্তর
নতুন মন্তব্য করুন