যে মাটির বুকে---

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: সোম, ১৭/১২/২০১২ - ৫:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সে এক ভীষন দুঃসময় এসেছিল আমাদের মাঝে
সে এক ভীষন সুসময় এসেছিল আমাদের মাঝে---

দুঃসময় এইজন্যে --আমরা হারিয়েছি আমাদের লক্ষ লক্ষ আপনজন। এই ছাপান্ন হাজার বর্গমাইলের ভেতরে একটি পরিবারও খুঁজে পাওয়া যাবে না যারা শহিদের রক্তে স্নাত হয় নি। রক্তের দামে নাকি কিনে আনতে হয় স্বাধীনতা! মাত্র ন'মাসের পরিব্যপ্তীতে আমরা আমাদের পাঁজর খুলে বইয়ে দিয়েছিলাম রক্তের নহর।

একাত্তর আমাদের এক সুসময়েরও নাম--কারণ এই সময়ে আমরা পেয়েছিলাম আমাদের দেশের সুর্যসন্তানদের আমাদের মাঝে। আমাদেরকে বাঁচাতে, আমাদের দুখিনী এই দেশটাকে স্বাধীনতা দিতে সেই সংসপ্তক বাহিনী প্রাণ বাজী রেখেছিল। অন্ধকার রাতে তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন--আমাদের জন্যে ভোর নিয়ে আসবেন বলে। ভোরের সুর্যটা তারা ঠিকই এনে দিয়েছিলেন আমাদের উন্মুক্ত হাতে---কিন্তু তাদের অনেকেরই ফেরা হয় নি উচ্ছল দিনের আলোয়----আমাদের হাতে শ্বেত কপোত এনে দিতে বুক পেতে দিয়েছিলেন ঈশ্বরের কৃপান মুখে।

তাঁদের আত্মদান বৃথা যায় নি, বৃথা যাবে না--

আমরা তোমাদের ভুলব না!

এই গানটি একটি বিখ্যাত গান।
আমাদের সুপ্রিয় মণিকা রশিদ এই গানটিতে কন্ঠ দিয়েছেন
তাঁর কন্ঠের ছোঁয়ায় এই গানটি পেয়েছে অন্যতর মাত্রা।

বরাবরের মত সঙ্গীতায়োজন এবং সহযোগীকন্ঠ - অনিকেত

সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা


মন্তব্য

নিশিতা এর ছবি

অসাধারন!!! গুরু গুরু

অনিকেত এর ছবি

ধন্যবাদ নিশিতা--
শুভেচ্ছা নিরন্তর

জোহরা ফেরদৌসী এর ছবি

যে মাটির বুকে

শ্রদ্ধা

শ্রদ্ধা আর শ্রদ্ধা । সকল শহীদ স্মরনে...

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

জোহরা ফেরদৌসী এর ছবি

মণিকা আপাকে ও আপনাকে অনেক অনেক মুগ্ধতা । জানাতে তখন ভুলে গেছিলাম । আপনাদের দু’জনের কন্ঠেই গানটি যেন অন্য একটি মাত্রা পেয়েছে । মণিকা আপার গানের সন্ধান দিতে পারেন ? কোন বা দেশে আছে সেই সম্ভার ?

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অনিকেত এর ছবি

অশেষ ধন্যবাদ জোহরা ফেরদৌসী। গানটির যদি ভাল কিছু থেকে থাকে--সেইটা আসলে মণিকা'দির কৃতিত্ব।
সাউন্ডক্লাউডে মণিকা রশিদ নামে খুঁজলে তাঁর গানের সম্ভার খুঁজে পাবেন।

অনিঃশেষ শুভ কামনা

জোহরা ফেরদৌসী এর ছবি

থ্যাঙ্কু অনিকেত, মনিকা আপার সাকিন দেয়ার জন্য ।

আচ্ছা, আপনাকে কি আগে বলেছিলাম আমাকে "জোহরা" ডাকতে ? দেখুন তো আমাকে কত কষ্ট করে পড়তে হয় ফ এ এ-কার, ব-এ শুন্য র, দ-এ ঔ-কার, দন্ত স-এ ঈ-কার...দেখেছেন কতক্ষণ লাগে “ফেরদৌসী” বানান করতে ?!?!

মন খারাপ

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অনার্য সঙ্গীত এর ছবি

পাগল করা গান!

মণিকা'দিকে আবার প্রেম নিবেদন করলাম!
সরি বস, আপনাকে প্রেম নিবেদন করতে পারতেছি না। আপনাকে সালাম জানাইলাম!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

হা হা হা ----থ্যাঙ্কু সঙ্গীত বস।
শুভেচ্ছা নিরন্তর

জোহরা ফেরদৌসী এর ছবি

হা হা হা অনার্য্য, আপনার মন্তব্য পড়ে খুব মজা পেলাম ।

সালাম জানানো”র কথায় মনে পড়ে গেল । দেশে থাকতে নাটকে দেখতাম, অফিসের পিয়ন এসে কর্মচারীদেরকে বলছে, “বড় সাহেব আপনাকে সালাম জানাইছেন ।” আর ওমনি কর্মচারীরা মুখ চুন করে বড় সাহেবের ঘরে রওনা হতেন । “সালাম জানানোর” মানে হ’ল এত্তেলা দিয়েছেন বা শমন জারী করেছেন অবিলম্বে সাক্ষাতের । দেখা যাক,আপনার সালামে এখন অনিকেত রওনা হ’ন কি না আপনার সকাশে ।

আরেকটা কথা, আজকাল কিন্তু প্রেম নিবেদনের কোন ঠিক ঠিকানা নেই । যে কেউ (যে কোন লিঙ্গের) যে কাউকে (যে কোন লিঙ্গের) প্রেম নিবেদন করতে পারে দেঁতো হাসি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

মণিকা রশিদ এর ছবি

জোহরা, এই লিঙ্ক এ দুটি গান পাবেন আমার গাওয়া। আমি আপলোড করিনি যদিও।http://www.youtube.com/results?search_query=monika+rashid&oq=monika+ra&g...

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

জোহরা ফেরদৌসী এর ছবি


তোমায় দেখে বেদনার নীল রং জানা হল আজ
বোঝা গেল বিরহের কী যে কারুকাজ...

মণিকা আপা, থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু...গান বান্ধেন...গান...সুরের এই অভিশাপ যাকে ঈশ্বর দেন তার তো গান বান্ধাই কাজ । এত গুন নিয়ে ঘুমান ক্যামনে ? গান, কবিতা, গল্প...কী নেই ? গুরু গুরু


সর্বনাশা পথের পথিক দেখো যদি কখনো..

অ টঃ ও নিঠুর বাঁশীওয়ালা গানটা পুরোটা কেন নেই ইউ টিউবে ? এত “ভয়াবহ” একটা গান হঠাৎ শেষ হ’ল, পুরোটা শোনা হ’ল না !

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

মণিকা রশিদ এর ছবি

।।।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

প্রেম আন্তরিকতার সাথে গৃহীত হলো! অনেক ধন্যবাদ, রতন!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সজল এর ছবি

মুগ্ধতা জানিয়ে গেলাম।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অনিকেত এর ছবি

কৃতজ্ঞতা জানিয়ে গেলাম সজল।
ভাল থাকুন---সকল সময়ে--

তারেক অণু এর ছবি
অনিকেত এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না..........

অসাধারণ!!!


_____________________
Give Her Freedom!

অনিকেত এর ছবি

ধন্যবাদ বস
অনিঃশেষ শুভ কামনা

নিশিতা এর ছবি

অসাধারন! গুরু গুরু

অনিকেত এর ছবি

অসংখ্য ধন্যবাদ নিশিতা
ভাল থাকুন সকল সময়ে, সকলকে নিয়ে---

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনি তো চরম প্রোডাক্টিভ ফেইজে আছেন। মণিকাদির গান শোনার সৌভাগ্য হল আপনার সৌজন্যে। অনেক অনেক ধন্যবাদ।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনিকেত এর ছবি

ধন্যবাদ প্রিয় কবি
অনিঃশেষ শুভ কামনা--

নিলয় নন্দী এর ছবি

শুরুটা পড়ে চার্লস ডিকেন্সের অমর উপন্যাসটার কথা মনে পড়ে গেল।
গ্রেট ! হাততালি

দেশের জন্যেও একটা স্যালুট।
গুরু গুরু

অনিকেত এর ছবি

ধন্যবাদ নিলয়
ভাল থাকুন

স্পর্শ এর ছবি

অনবদ্য! গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...

অনিকেত এর ছবি

ধন্যবাদ বস

(অ টঃ তোমারে মেইলাইসি--চেক কইরো)

রাজিব মোস্তাফিজ এর ছবি

আজকেও বিজয় দিবসের অনুষ্ঠানে এই গানটা শুনে আসলাম -- কিন্তু এই প্রথম দ্বৈত কন্ঠে শুনলাম -- অসাধারণ লাগল । অনেক ধন্যবাদ। মনে আছে সৈয়দ আবদুল হাদীর কন্ঠে এই গান প্রথমবার যখন শুনেছিলাম -- দারুণ রকম উথাল-পাথাল করা এক অনুভূতি হয়েছিল !

----------------------------------------------------------------------------
একশজন খাঁটি মানুষ দিয়ে একটা দেশ পাল্টে দেয়া যায়।তাই কখনো বিখ্যাত হওয়ার চেষ্টা করতে হয় না--চেষ্টা করতে হয় খাঁটি হওয়ার!!

অনিকেত এর ছবি

আমারো কিন্তু খুব ছোট বেলায় হাদীর গলায় প্রথম এই গান শোনা---
একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল--

অনেক ধন্যবাদ বস।
শুভেচ্ছা নিরন্তর

সাফিনাজ আরজু এর ছবি

গুরু গুরু গুরু গুরু
মুখের ভাষা হারিয়ে ফেললাম গান শুনে। শুধুই মুগ্ধতা। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অনিকেত এর ছবি

অশেষ কৃতজ্ঞতা সাফিনাজ আরজু
ভাল থাকুন, সকল সময়ে---

স্যাম এর ছবি

চলুক চলুক হাততালি হাততালি

অনিকেত এর ছবি

ধন্যবাদ বস
শুভেচ্ছা নিরন্তর

রংতুলি এর ছবি

চেতনায় আঘাত করা গান! সকাল থেকে নিজে গুন গুন করছি... মুগ্ধতা জানিয়ে গেলাম! হাসি

অনিকেত এর ছবি

ধন্যবাদ রংতুলি
ভাল থাকুন সকল সময়ে, সকলকে নিয়ে---

প্রদীপ্তময় সাহা এর ছবি

বরাবরের মতই অসাধারন দাদা। হাততালি

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু বস---
শুভেচ্ছা নিরন্তর

সাবেকা  এর ছবি

মাই গড!
দুজনকে প্রাণের অতল থেকে ধন্যবাদ হাততালি

অনিকেত এর ছবি

আপনাকেও ধন্যবাদ সাবেকা

অতিথি লেখক এর ছবি

অসাধারণ, মুগ্ধতা নিয়ে শুনলাম। উত্তম জাঝা!

''দিবাকর''

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ দিবাকর

শুভেচ্ছা অহর্নিশ

ইয়াসির আরাফাত এর ছবি

মুগ্ধ মণিকা রশিদের গান শুনে আরও একবার। অনেক ধন্যবাদ অনিকেত ভাই

অঃটঃ নিজেকে এত লুকান কেন? আরেকটু ছেড়ে গাইতেন

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ বস।
পরামর্শ মাথায় রইল--

শুভেচ্ছা নিরন্তর

অমি_বন্যা এর ছবি

গানের লিঙ্কটা দেখা যাচ্ছে না যদি দিয়ে দেন তাহলে বাধিত হই অনিকেত দা । ভালো থাকুন ।

অনিকেত এর ছবি

বস এইখানে লিঙ্ক দিলাম--শুনতে পেলে জানিও কেমন লাগল (ছোট ধরে নিয়ে তুমি তুমি করে ফেললাম বস)

লিঙ্কঃ http://soundcloud.com/tareque-aziz/je-matir-buke

অমি_বন্যা এর ছবি

অনিকেত দা , মনিকা দি'র কণ্ঠে দরদের কোন কমতি যেমন ছিল না ,আর সহশিল্পি হিসেবে আপনার আবেগভরা কণ্ঠও ছুঁয়ে গেল। এক কথায় অসাধারণ লেগেছে বিজয় দিবসের এমন একটি উপহার। ভালো থাকবেন আর এভাবেই গেয়ে যান সব সময়। আমি আপনার ছোটই হব তুমি বললে কোন মাইন্ড নাই দেঁতো হাসি

অনিকেত এর ছবি

ধন্যবাদ বস---
শুভেচ্ছা নিরন্তর

তিথীডোর এর ছবি

গাইতে জানা মানুষদের হিংসাই!
পাঁচ তারা।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিকেত এর ছবি

থ্যাঙ্কুশ তিথী--
ভাল থাকিস, গদ্যে-পদ্যে-গানে থাকিস--

অরফিয়াস এর ছবি

হ।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অরফিয়াস এর ছবি

কোন কথা হবেনা !! শুধুই গুরু গুরু !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ অরফিয়াস বস!

তাপস শর্মা এর ছবি

গুরু গুরু
গুরু গুরু
গুরু গুরু

তারা দাগিয়ে শেষ করা যাবে না

প্রথমত বার দশেক শোনার পর ঘোর কাটছে না। তাই রপিট মুড অন হয়েই আছে। শুনতে শুনতে শেষ করে না ফেলা অবধি থামবে না

০২

আমার বলতে ভালো লাগে যে আমি তারেক আজিজ নামের একজন অসাধারণ সঙ্গীত-শ্রমিক'কে চিনি, হোক না তা ভার্চুয়াল। বদ্দা আপনার কাছেই যতসব আবদার, আর হাসি মুখে আমার সব অত্যাচার, আবদার সহ্য করে নেওয়ার জন্যে ধন্যবাদ খুব একটা ঠুনকো শব্দ। একটু ভালোবাসা নিয়েন বদ্দা

০৩

মণিকা'দি একজন জিনিয়াস। এই কন্ঠে জাদু আছে। আইলাভিউ দিদিভাই হাসি ..

০৪

এই পোস্টটা সচলায়তনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ বস ......... তোমার আবেগ আমাকেও স্পর্শ করেছে।
"সঙ্গীত-শ্রমিক" কথাটা খুব মনে ধরেছে--থ্যাঙ্কু বস।
এই সুযোগে মণিকা'দি কে আবারো একটা স্যালুট ঠুকে দিই।
এত চমৎকার গলা খুব কম শুনেছি আমি।

ভাল থেকো বস---

সত্যপীর এর ছবি

অসাধারণ। আপনারা ভাই জিনিয়াস গুরু গুরু

..................................................................
#Banshibir.

অনিকেত এর ছবি

মণিকা'দি নিঃসন্দেহে একজন জিনিয়াস!
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে সত্যপীর বস!

শুভেচ্ছা নিরন্তর

প্রৌঢ় ভাবনা এর ছবি

অনেক ভাল লাগলো। আবেগাপ্লুত হলাম। উত্তম জাঝা!

অনিকেত এর ছবি

আপনার মন্তব্য পেয়ে আমারো খুব ভালো লাগল।
ভাল থাকুন প্রৌঢ় ভাবনা--সকল সময়ে সকলকে নিয়ে---

মণিকা রশিদ এর ছবি

অনিকেতদার উৎসাহে এবং উদ্যোগে সচলে প্রথম গান করা। খুবই অল্প সময়ে কম্পোজিশান করেছেন অনিকেতদা- যেটা আমার বিস্ময়ের উদ্রেক করেছে ভীষণভাবেই। হাসি আমার একবার গানটা গেয়ে দেয়া ছাড়া আর কোনো অবদানই নেই এখানে। খুব ভালো কাজ হয়েছে দাদা! (--আমার গলা ভালো ছিলোনা, এবং নিজের প্রত্যাশামতন গাইতে পারিনি সেটা আলাদা কথা।) । স্যালুট, বস!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

যারা গানটি শুনেছেন এবং পছন্দ বা অপছন্দ করেছেন, সকলকে তাঁদের সময়ের জন্যে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি দাদা ও আমার পক্ষ থেকে।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ দিদি---
আপনাকে আগেও বলেছি, এখনও আবার বলছি---আপনার মত গুনী শিল্পীর সাথে কাজ করতে পারাটা আমার জন্যে বিরাট সৌভাগ্যের। আমি গানের 'গ'-ও জানিনা। আমার কম্পোজিশান যা হয় সবই ইন্টুইটিভ, ইম্পালসিভ। একজন বড় মাপের শিল্পীর কাছে এই রকম কম্পোজার খুব রিস্কি। সবচেয়ে বড় জিনিস আমার অজ্ঞানতা আপনি সকল সময়েই ক্ষমার চোখে দেখেছেন। সেইটার জন্যে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ হয়ে রইলাম। বড় শিল্পী অনেকে হয়--বড় মাপের মানুষ হওয়াটা অনেক শক্ত ব্যাপার। আপনাকে আবারো স্যালুট!

সুমিমা ইয়াসমিন এর ছবি

চমৎকার এবং চমৎকার, মণিকা ও অনিকেত।

পাঁচতারা এবং পাঁচতারা!

অনিকেত এর ছবি

ধন্যবাদ সুমিমা'পু--

তানিম এহসান এর ছবি

এই গানটা আমি প্রথম শুনি যেদিন লেজেহোমো এরশাদ পদত্যাগ করে। বাবা নিয়ে গিয়েছিলেন টিএসসিতে, মৎস্য ভবনের সামনে থেকে হাঁটতে হাঁটতে আমি আর বাবা যখন টিএসসিতে পৌঁছাই তখন জনস্রোতে সবাই হারিয়ে গেছে। সন্ধ্যে হল, সবার হাতে আগুন জ্বলছে, যার যা আছে তাই দিয়ে ধরিয়েছে আগুন। সৈয়দ আব্দুল হাদী গানটা গেয়েছিলেন, আমি একসাথে এত মানুষকে একই সাথে হাসতে এবং কাঁদতে দেখিনি এর আগে। আরও বহু স্মৃতির ভেতর এই স্মৃতিটা খুব বেশি জাগ্রত, আমাকে বিশ্বাস করতে শেখায় বাংলাদেশ চাইলেই পারে সবকিছু!

এসেছিলেন তপন চৌধুরী, গান গেয়েছিলেন; একজনের পর একজন আসছেন, গান গাইছেন, কবিতা আবৃত্তি করছেন, মানুষের স্রোত কমেনা, বাড়ছেই। এই গানটা যতবার শুনি ততবার কিছু একটা হয় ভেতরে, টের পাই...

অনিকেত’দা, ঢাক আর ঢোল দিয়ে একটা গান বান্ধেনতো, ঢাক জিনিসটা হারিয়েই গেলো দেশটা থেকে, একটা ঢাকের তীব্র আওয়াজ সহস্র রাজাকারের প্যান্ট ভিজিয়ে দেয়ার সামর্থ্য রাখে!

অতিথি লেখক এর ছবি

অ-সা-ধা-র-ণ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।