শাহবাগের সাথে একাত্মতায় এল রাজাকার বধাবলীর দ্বিতীয় পর্ব। এইখানে আছে সচলায়তনে প্রকাশিত নানান রাজাকার বিরোধী ছড়ার একটা সংকলন। আমি আলাদা করে তাদের নাম আর উল্লেখ করছি না।
তাঁদের সকলের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা তাদের রচনা আমাকে ব্যবহার করতে দেবার জন্যে।
জয় বাংলা!!!
ছড়া আবৃত্তিঃ অনিকেত
রচনাঃ সচলায়তনের নানান ছড়াকার
যন্ত্রানুষঙ্গ আয়োজন, পরিচালনাঃ অনিকেত
মন্তব্য
অসাধারণ হয়েছে ভাইয়া
ধন্যবাদ আয়নামতি
শুভেচ্ছা নিরন্তর
দারুন জ্বালাময়ী কণ্ঠ আপনার। চমৎকার লাগল রাজাকার বধাবলী!
-আচার্য
acharjee
ধন্যবাদ আচার্য
ভাল থাকুন সকল সময়ে, সকলকে নিয়ে--
অসাধারন! খুব ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ সুমিমা'পু
শুভেচ্ছা নিরন্তর
ফাটাফাটি হয়েছে ভাইয়া ! শেয়ার দিলাম।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
অনেক ধন্যবাদ সাফিনাজ
শুভেচ্ছা অহর্নিশ
ওয়াহ। জাস্ট ওয়াহ।
মাইর হবে জাস্ট সাউন্ড ছাড়া -- অংশটা কয়েকবার শুনলাম। দুর্দান্ত আপনার ইম্প্রোভাইজেশন।
অনেক ধন্যবাদ বস!
শুভেচ্ছা জানবেন--
দারুণ!
থ্যাঙ্কু বস
শুভেচ্ছা নিরন্তর
জয় বাংলা !
জয় বাংলা---
আপনাকে একটা বিরাট স্যালুট। দারুণ কাজ করেছেন।
শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা ।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অসংখ্য ধন্যবাদ তুলিরেখা
শুভেচ্ছা নিরন্তর
অসম্ভব ভালো হয়েছে। শেয়ার দিয়ে দিলাম
অনুপ্রাণিত হলাম,
অনেক ধন্যবাদ ছন্দা মাহবুব
শুভেচ্ছা নিরন্তর
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
রাতঃদা--
অনেক ভালো হয়েছে অনিকেত'দা।
আরও দরাজ কণ্ঠে নিয়মিত আসুক এরকম আরও অনেক পরিবেশনা।
মাঝে একটা ঢিঁচকাও টাইপ গুলির শব্দ ছিল, মজা পেলাম ওইটা শুনে।
ধন্যবাদ বস---
অফুরান শুভেচ্ছা
জাস্ট ফাটাফাটি
ডাকঘর | ছবিঘর
থ্যাঙ্কু বস
শুভেচ্ছা নিরন্তর
অনিকেত, আপনার এই আবৃত্তি শুনে আর তার ফলে আপনার আরো কিছু সৃষ্টি-কর্ম ঘুরে এসে এত বেশী কথা বলতে ইচ্ছে হচ্ছে যে সব জট পাকিয়ে যাচ্ছে। সময় নিয়ে সে জট ছাড়িয়ে বলতে গেলে সম্ভবতঃ আলাদা করে একটা লেখাই লিখে ফেলতে হবে। সে তো অনেক দিনের, অনেক অধ্যবসায়ের কাজ। আজ তাই শুধু মুগ্ধতাটুকু জানিয়ে রাখি।
-এক লহমা
নতুন মন্তব্য করুন