বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও---

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: সোম, ০৫/০৮/২০১৩ - ৩:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

Your friend is your needs answered.
He is your field which you sow with love and reap with thanksgiving.
And he is your board and your fireside.
For you come to him with your hunger, and you seek him for peace.
‍-- Kahlil Gibran, The Prophet

পৃথিবীতে মানুষের যদি গর্ব করার মত কোন অর্জন থাকে তবে সেটা তার বন্ধুরা! মাতা-পিতা আত্মীয়-স্বজন নিজে বেছে নেবার কোন উপায় থাকে না। কিন্তু বন্ধুরা হল সেইসব রত্ন যা আমরা এই পৃথিবীর পথে চলতে গিয়ে কুড়িয়ে নিই। দুর্বৃত্ত আত্মীয়-স্বজন বা পিতামাতা-র জন্যে ভাগ্যকে দোষ দিতে পারেন। কিন্তু যদি দুষ্ট বন্ধু জোটে কপালে সেইটার দায় সম্পূর্ণই আপনার। আমার কপাল নানান দিকে সিল-ছাপ্পড় মারা। কিন্তু আমার বন্ধু ভাগ্য অসম্ভব ভাল। এই আপাত সাধারণ অনুল্লেখ্য জীবনে বলার মত যদি কোন ঘটনা থাকে, গর্ব করার মত যদি কিছু থাকে---সেসব প্রায় সবই আমার বন্ধুদের জন্যে। আমার দুঃসময়কে তারা সহনীয় করেছে, আমার দুর্বহ বোঝাকে তারা বহনীয় করেছে, আমার একলা চলার পথকে তারা রমনীয় করেছে, আমার সুসময়কে তারা স্মরণীয় করেছে।

আজ এই বন্ধু দিবসে আমার জীবনে আসা (এবং অল্প কিছু চলে যাওয়া) সকল বন্ধুকে অন্তরের অন্তঃস্থল হতে জানাই কৃতজ্ঞতা আর ভালবাসা--
বন্ধুরা, তোমাদের জন্যেই এতদূর আসা--এখনো দম হারিয়ে ফেলতে ফেলতেও আবার নতুন করে বুকে শ্বাস ভরে নিই--তোমাদের কারণেই
তোমাদের প্রত্যেকের কাছে আমার অন্তহীন ঋণ---!!

ভাল থাকো বন্ধুরা আমার----

---------------------------------------------------------------------
বন্ধুদের অনিবার্যতা, অনস্বীকার্যতা, অপরিহার্য্যতাকে মনে রেখে রচিত হয়েছে সাহিত্য-চিত্রকলা-গান। বাংলা ভাষায় যে অল্প কয়েকটি গান রচিত হয়েছে তার মাঝে মুকুল দত্তের লেখা আর হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া "বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও" সর্বাগ্রগণ্য। বন্ধু দিবস উপলক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম অর্জন সকল বন্ধুদের জন্যে এ আমার উপহার। ভাল লাগলে কৃতার্থ হবো---

কথা--মুকুল দত্ত
মূল গায়ক--হেমন্ত মুখোপাধ্যায়
সুর -হেমন্ত মুখোপাধ্যায় (খুব সম্ভবত)
বরাবরের মত যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন ও কন্ঠ-অনিকেত


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

বন্ধু দিবসের শুভেচ্ছা আপনাকে। অনেকবার শুনলাম, খুবই চমৎকারা হয়েছে গাওয়া।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনিকেত এর ছবি

ধন্যবাদ বস---বন্ধুদিবসের শুভেচ্ছা তোমাকেও বস--

অতিথি লেখক এর ছবি

চমৎকার লাগলো।

স্বয়ম

অনিকেত এর ছবি

ধন্যবাদ স্বয়ম--আপনার নামটা চমৎকার!
বন্ধু দিবসের শুভেচ্ছা---

আয়নামতি এর ছবি

বন্ধু দিবসের শুভেচ্ছা থাকলো ভাইয়া।
আমার বন্ধুরা সব্বাই খুব লক্ষী। তারা যদি হয় পেইন কিলার আমি তবে পেইন কুইন দেঁতো হাসি
গান ভালো হয়েছে হাততালি

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ আয়নামতি---
ভাল থাকুন সকল সময়ে সকলকে নিয়ে--
বন্ধু দিবসের শুভেচ্ছা---

তারেক অণু এর ছবি

হাততালি

খাসা ! উত্তম জাঝা!

অনিকেত এর ছবি

ধন্যবাদ বস---
বন্ধু দিবসের শুভেচ্ছা---

সাফি এর ছবি

হাততালি

অনিকেত এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

প্রিয় অনিকেত, কি ভাল যে লাগল তোমার গান - বলে বোঝানর নয়!
জীবনের বন্ধুর পথে বন্ধুর ভরসাতেই চলা।
অনেক ভালবাসা আর শুভেচ্ছা।
- একলহমা

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ এক লহমা'দা/দি

জীবনের বন্ধুর পথে বন্ধুর ভরসাতেই চলা।

একেবারে হক কথা---

শুভেচ্ছা নিরন্তর

মেঘা এর ছবি

চমৎকার হয়েছে অনিকেত'দা হাসি

বন্ধু দিবসের শুভেচ্ছা দাদা।

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ মেঘা--
তোমাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা

স্বপ্নীল সমন্যামবিউলিসট এর ছবি

কাহলিল জিবরান আমার প্রিয় দার্শনিক। তার কথা দিয়ে শুরু! ভাল লিখছেন ভাই। চলুক

-------------------------------------------------
ভালবাসা কেবল নিজেকে দেয় এবং নিজ থেকে নেয়-
ভালবাসার যেমন নিজেরও কিছু নেই, তেমনি সেও কারো নয়;
কেননা, ভালবাসার জন্য শুধু ভালবাসাই যথেষ্ট।

অনিকেত এর ছবি

থ্যাঙ্কু স্বপ্নীল বস--
শুভেচ্ছা অফুরান--

মন মাঝি এর ছবি

দারুন! হাততালি

****************************************

অনিকেত এর ছবি

অশেষ ধন্যবাদ মনমাঝি বস--
অনেক অনেক ভাল থাকুন--
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল--

অতিথি লেখক এর ছবি

চমৎকার লাগলো হাততালি
ইসরাত

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ ইসরাত!
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চলুক

অনিকেত এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আবির আনোয়ার এর ছবি

হাততালি চলুক কোলাকুলি

অনিকেত এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নজমুল আলবাব এর ছবি

বাহ্
নেট দুর্বল বলে রাতে শোনা হয়নি। এখন শোনলাম।

অনিকেত এর ছবি

ধন্যবাদ নজমুল ভাই

বন্ধু দিবসের শুভেচ্ছা রইল-

অতিথি লেখক এর ছবি

চমৎকার! চলুক

আব্দুল্লাহ এ এম

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ আব্দুল্লাহ

বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---

স্যাম এর ছবি

যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন ও কন্ঠ - চলুক চলুক

অনিকেত এর ছবি

অশেষ ধন্যবাদ আমার প্রিয় ব্যানার্জী স্যাম বস!!
আপনার কমেন্টের অপেক্ষায় বইসা থাকি সব সময়--হে হে হে--
বন্ধু দিবসের শুভেচ্ছা জানবেন বস---

রণদীপম বসু এর ছবি

হুমম ! চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ রণ'দা
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল--

সুমিমা ইয়াসমিন এর ছবি

বন্ধুত্বের চেয়ে সুন্দর কোনো সম্পর্ক নেই। 'দূর সম্পর্কের বন্ধু' হলেও... খাইছে

অনিকেত এর ছবি

হে হে হে --কতা সইত্য সুমিমা'পু--
অনেক অনেক ভাল থাইকেন--
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---

তাপস শর্মা এর ছবি

গুরু গুরু
গুরু গুরু
গুরু গুরু

আর কি বলব আসলেই জানা নাই

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ রে পাগলা---

অর্ক রায় চৌধুরী এর ছবি

দাদা বরাবরের মত এবারেও গানটা চমৎকার গেয়েছেন। অল্প কথায় বন্ধুদের যে শ্রদ্ধা আর ভালোবাসা জানালেন সেটাও সত্যি অসাধারণ। বন্ধু নিয়ে সুমনের গাওয়া-বন্ধূ কি খবর বল।গা্নটাও খুব চমৎকার। ভালো থাকবেন দাদা।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ বস। তোমাকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম কিছু দিন আগে। তুমি কি আমাকে একটা মেইল দিতে পারবে? tarequeaziz AT gmail dot com --এই ঠিকানায় ?

বন্ধু দিবসের শুভেচ্ছা রইল-

ওডিন এর ছবি

এইখানেই একজনের তো গানের রেকর্ড বের হইলো কয়দিন আগে। এখনো অটোগ্রাফ নেয়া হয়নাই অবশ্য সেইটাতে। উনি আবার দেশে আসলেই দস্তখত নেয়া হবে।

আপনারটা কবে? চিন্তিত ভালো করে সইটই করা পিরাকটিশ করেন এই আরকি। দেঁতো হাসি

অনিকেত এর ছবি

হে হে হে ---অনেক দিন পর তোমার দেখা পেয়ে খুব ভালো লাগল ওডিন দাদা---
বন্ধু দিবসের শুভেচ্ছা জেনো--

তিথীডোর এর ছবি

হ। দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভাল্লাগছে।
কিন্তু তার আগে বলেন বন্ধুরা কেম্নে আপনার চলার পথ 'রমণীয়' করলো? নাকি বান্ধবীদের কথা বন্ধু বলে চালায়া দিছেন? চোখ টিপি

______________________________________
পথই আমার পথের আড়াল

অনিকেত এর ছবি

ওরে দুষ্টু নজলুল--
কিছু কতা থাকনা গুপন---

বন্ধু দিবসের শুভেচ্ছা--

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

গ্রামীণের "কাছে থাকুন" কে শ্রদ্ধা জানাতে গিয়ে শুনতে শুনতে দিন টাই পার হয়ে গেল... কি আর করা... বন্ধু দিবসের বিলম্বিত শুভেচ্ছা... হাসি ... [আর হ্যা, নজু ভাই'র প্রশ্নটাও আবার রেখে গেলাম শয়তানী হাসি ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অনিকেত এর ছবি

এত কষ্ট স্বীকার করে শোনার জন্যে অশেষ কৃতজ্ঞতা সত্যানন্দ'দা
আর প্রশ্নের উত্তর উপ্রে দিয়া দিসি চোখ টিপি

বন্ধু দিবসের শুভেচ্ছা রইল--

সাব্বির হোসাইন এর ছবি

বার বার শুনছি।
বন্ধু দিবসের বিলম্বিত শুভেচ্ছা।

অনিকেত এর ছবি

ধন্যবাদ সাব্বির---
ভাল থাকুন সকল সময়ে--

সুবোধ অবোধ এর ছবি

দারুণ...
চলুক

অনিকেত এর ছবি

ধন্যবাদ সুবোধ!
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল--

অনিন্দিতা চৌধুরী এর ছবি

দারুন হয়েছে হাসি কিন্তু আমার বন্ধু ভাগ্যটা খুব খারাপ। কেন জানি হাজার চেষ্টা করে ও বন্ধু ধরে রাখতে পারি না। হয়ত আমি ই মানুষ ভাল না চিন্তিত

অনিকেত এর ছবি

ধন্যবাদ অনিন্দিতা---বন্ধু আমিও ধরে রাখতে পারিনি অনেক সময়েই---তবে তারা এক সময়ে এসেছিল আমার জীবনে--সেই স্মৃতিটা সযত্নে রেখে দিয়েছি মনের মণিকোঠায়---

তিথীডোর এর ছবি

আমারো কাউকে বেশিদিন সহ্য হয় না কেন জানি। আমি মানুষটাই আসলে খ্রাপ। মন খারাপ

তয় গান জবর হয়েছে ভাইয়া। নাথিং নিউ, উয়ি নো দ্যাট। দেঁতো হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তানিম এহসান এর ছবি

বরাবরের মতই ভালো। পিয়ানো’র রেশ সবসময়ই ভাল লাগে। গান গাইবার সময় মন খারাপ ছিল নাকি? ভরাট গলায় একটা কেমন যেন স্থিত বিষাদ টের পেলাম এই প্রথম।

ওডিন এর সাথে তাল মিলিয়ে-ই বলতে চাই, আমরা কি কোন অ্যালবাম পাব? গান চলুক!

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ তানিম বস--
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---

অনার্য সঙ্গীত এর ছবি

আপ্নের নাম দিলাম অনিকেত অসামোভিচ গাতক হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

হা হা হা ----থ্যাঙ্কু অনার্য----
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---

অতিথি লেখক এর ছবি

অসাম!

-এস এম নিয়াজ মাওলা

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ নিয়াজ ভাই---
শুভেচ্ছা নিরন্তর

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।