Your friend is your needs answered.
He is your field which you sow with love and reap with thanksgiving.
And he is your board and your fireside.
For you come to him with your hunger, and you seek him for peace.
-- Kahlil Gibran, The Prophet
পৃথিবীতে মানুষের যদি গর্ব করার মত কোন অর্জন থাকে তবে সেটা তার বন্ধুরা! মাতা-পিতা আত্মীয়-স্বজন নিজে বেছে নেবার কোন উপায় থাকে না। কিন্তু বন্ধুরা হল সেইসব রত্ন যা আমরা এই পৃথিবীর পথে চলতে গিয়ে কুড়িয়ে নিই। দুর্বৃত্ত আত্মীয়-স্বজন বা পিতামাতা-র জন্যে ভাগ্যকে দোষ দিতে পারেন। কিন্তু যদি দুষ্ট বন্ধু জোটে কপালে সেইটার দায় সম্পূর্ণই আপনার। আমার কপাল নানান দিকে সিল-ছাপ্পড় মারা। কিন্তু আমার বন্ধু ভাগ্য অসম্ভব ভাল। এই আপাত সাধারণ অনুল্লেখ্য জীবনে বলার মত যদি কোন ঘটনা থাকে, গর্ব করার মত যদি কিছু থাকে---সেসব প্রায় সবই আমার বন্ধুদের জন্যে। আমার দুঃসময়কে তারা সহনীয় করেছে, আমার দুর্বহ বোঝাকে তারা বহনীয় করেছে, আমার একলা চলার পথকে তারা রমনীয় করেছে, আমার সুসময়কে তারা স্মরণীয় করেছে।
আজ এই বন্ধু দিবসে আমার জীবনে আসা (এবং অল্প কিছু চলে যাওয়া) সকল বন্ধুকে অন্তরের অন্তঃস্থল হতে জানাই কৃতজ্ঞতা আর ভালবাসা--
বন্ধুরা, তোমাদের জন্যেই এতদূর আসা--এখনো দম হারিয়ে ফেলতে ফেলতেও আবার নতুন করে বুকে শ্বাস ভরে নিই--তোমাদের কারণেই
তোমাদের প্রত্যেকের কাছে আমার অন্তহীন ঋণ---!!
ভাল থাকো বন্ধুরা আমার----
---------------------------------------------------------------------
বন্ধুদের অনিবার্যতা, অনস্বীকার্যতা, অপরিহার্য্যতাকে মনে রেখে রচিত হয়েছে সাহিত্য-চিত্রকলা-গান। বাংলা ভাষায় যে অল্প কয়েকটি গান রচিত হয়েছে তার মাঝে মুকুল দত্তের লেখা আর হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া "বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও" সর্বাগ্রগণ্য। বন্ধু দিবস উপলক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম অর্জন সকল বন্ধুদের জন্যে এ আমার উপহার। ভাল লাগলে কৃতার্থ হবো---
কথা--মুকুল দত্ত
মূল গায়ক--হেমন্ত মুখোপাধ্যায়
সুর -হেমন্ত মুখোপাধ্যায় (খুব সম্ভবত)
বরাবরের মত যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন ও কন্ঠ-অনিকেত
মন্তব্য
বন্ধু দিবসের শুভেচ্ছা আপনাকে। অনেকবার শুনলাম, খুবই চমৎকারা হয়েছে গাওয়া।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ বস---বন্ধুদিবসের শুভেচ্ছা তোমাকেও বস--
চমৎকার লাগলো।
স্বয়ম
ধন্যবাদ স্বয়ম--আপনার নামটা চমৎকার!
বন্ধু দিবসের শুভেচ্ছা---
বন্ধু দিবসের শুভেচ্ছা থাকলো ভাইয়া।
আমার বন্ধুরা সব্বাই খুব লক্ষী। তারা যদি হয় পেইন কিলার আমি তবে পেইন কুইন
গান ভালো হয়েছে
অনেক ধন্যবাদ আয়নামতি---
ভাল থাকুন সকল সময়ে সকলকে নিয়ে--
বন্ধু দিবসের শুভেচ্ছা---
খাসা !
facebook
ধন্যবাদ বস---
বন্ধু দিবসের শুভেচ্ছা---
প্রিয় অনিকেত, কি ভাল যে লাগল তোমার গান - বলে বোঝানর নয়!
জীবনের বন্ধুর পথে বন্ধুর ভরসাতেই চলা।
অনেক ভালবাসা আর শুভেচ্ছা।
- একলহমা
অনেক ধন্যবাদ এক লহমা'দা/দি
একেবারে হক কথা---
শুভেচ্ছা নিরন্তর
চমৎকার হয়েছে অনিকেত'দা
বন্ধু দিবসের শুভেচ্ছা দাদা।
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
অনেক ধন্যবাদ মেঘা--
তোমাকেও বন্ধু দিবসের শুভেচ্ছা
কাহলিল জিবরান আমার প্রিয় দার্শনিক। তার কথা দিয়ে শুরু! ভাল লিখছেন ভাই।
-------------------------------------------------
ভালবাসা কেবল নিজেকে দেয় এবং নিজ থেকে নেয়-
ভালবাসার যেমন নিজেরও কিছু নেই, তেমনি সেও কারো নয়;
কেননা, ভালবাসার জন্য শুধু ভালবাসাই যথেষ্ট।
থ্যাঙ্কু স্বপ্নীল বস--
শুভেচ্ছা অফুরান--
দারুন!
****************************************
অশেষ ধন্যবাদ মনমাঝি বস--
অনেক অনেক ভাল থাকুন--
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল--
চমৎকার লাগলো
ইসরাত
অনেক ধন্যবাদ ইসরাত!
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---
বাহ্
নেট দুর্বল বলে রাতে শোনা হয়নি। এখন শোনলাম।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ধন্যবাদ নজমুল ভাই
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল-
চমৎকার!
আব্দুল্লাহ এ এম
অনেক ধন্যবাদ আব্দুল্লাহ
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---
যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন ও কন্ঠ -
অশেষ ধন্যবাদ আমার প্রিয় ব্যানার্জী স্যাম বস!!
আপনার কমেন্টের অপেক্ষায় বইসা থাকি সব সময়--হে হে হে--
বন্ধু দিবসের শুভেচ্ছা জানবেন বস---
হুমম !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনেক ধন্যবাদ রণ'দা
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল--
বন্ধুত্বের চেয়ে সুন্দর কোনো সম্পর্ক নেই। 'দূর সম্পর্কের বন্ধু' হলেও...
হে হে হে --কতা সইত্য সুমিমা'পু--
অনেক অনেক ভাল থাইকেন--
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---
আর কি বলব আসলেই জানা নাই
ডাকঘর | ছবিঘর
অনেক ধন্যবাদ রে পাগলা---
দাদা বরাবরের মত এবারেও গানটা চমৎকার গেয়েছেন। অল্প কথায় বন্ধুদের যে শ্রদ্ধা আর ভালোবাসা জানালেন সেটাও সত্যি অসাধারণ। বন্ধু নিয়ে সুমনের গাওয়া-বন্ধূ কি খবর বল।গা্নটাও খুব চমৎকার। ভালো থাকবেন দাদা।
অনেক ধন্যবাদ বস। তোমাকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম কিছু দিন আগে। তুমি কি আমাকে একটা মেইল দিতে পারবে? tarequeaziz AT gmail dot com --এই ঠিকানায় ?
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল-
এইখানেই একজনের তো গানের রেকর্ড বের হইলো কয়দিন আগে। এখনো অটোগ্রাফ নেয়া হয়নাই অবশ্য সেইটাতে। উনি আবার দেশে আসলেই দস্তখত নেয়া হবে।
আপনারটা কবে? ভালো করে সইটই করা পিরাকটিশ করেন এই আরকি।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
হে হে হে ---অনেক দিন পর তোমার দেখা পেয়ে খুব ভালো লাগল ওডিন দাদা---
বন্ধু দিবসের শুভেচ্ছা জেনো--
হ।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ভাল্লাগছে।
কিন্তু তার আগে বলেন বন্ধুরা কেম্নে আপনার চলার পথ 'রমণীয়' করলো? নাকি বান্ধবীদের কথা বন্ধু বলে চালায়া দিছেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
ওরে দুষ্টু নজলুল--
কিছু কতা থাকনা গুপন---
বন্ধু দিবসের শুভেচ্ছা--
গ্রামীণের "কাছে থাকুন" কে শ্রদ্ধা জানাতে গিয়ে শুনতে শুনতে দিন টাই পার হয়ে গেল... কি আর করা... বন্ধু দিবসের বিলম্বিত শুভেচ্ছা... ... [আর হ্যা, নজু ভাই'র প্রশ্নটাও আবার রেখে গেলাম ]
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
এত কষ্ট স্বীকার করে শোনার জন্যে অশেষ কৃতজ্ঞতা সত্যানন্দ'দা
আর প্রশ্নের উত্তর উপ্রে দিয়া দিসি
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল--
বার বার শুনছি।
বন্ধু দিবসের বিলম্বিত শুভেচ্ছা।
ধন্যবাদ সাব্বির---
ভাল থাকুন সকল সময়ে--
দারুণ...
ধন্যবাদ সুবোধ!
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল--
দারুন হয়েছে কিন্তু আমার বন্ধু ভাগ্যটা খুব খারাপ। কেন জানি হাজার চেষ্টা করে ও বন্ধু ধরে রাখতে পারি না। হয়ত আমি ই মানুষ ভাল না
ধন্যবাদ অনিন্দিতা---বন্ধু আমিও ধরে রাখতে পারিনি অনেক সময়েই---তবে তারা এক সময়ে এসেছিল আমার জীবনে--সেই স্মৃতিটা সযত্নে রেখে দিয়েছি মনের মণিকোঠায়---
আমারো কাউকে বেশিদিন সহ্য হয় না কেন জানি। আমি মানুষটাই আসলে খ্রাপ।
তয় গান জবর হয়েছে ভাইয়া। নাথিং নিউ, উয়ি নো দ্যাট।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বরাবরের মতই ভালো। পিয়ানো’র রেশ সবসময়ই ভাল লাগে। গান গাইবার সময় মন খারাপ ছিল নাকি? ভরাট গলায় একটা কেমন যেন স্থিত বিষাদ টের পেলাম এই প্রথম।
ওডিন এর সাথে তাল মিলিয়ে-ই বলতে চাই, আমরা কি কোন অ্যালবাম পাব? গান চলুক!
অনেক ধন্যবাদ তানিম বস--
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---
আপ্নের নাম দিলাম অনিকেত অসামোভিচ গাতক
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হা হা হা ----থ্যাঙ্কু অনার্য----
বন্ধু দিবসের শুভেচ্ছা রইল---
অসাম!
-এস এম নিয়াজ মাওলা
অনেক ধন্যবাদ নিয়াজ ভাই---
শুভেচ্ছা নিরন্তর
নতুন মন্তব্য করুন