বরিষ ধরা মাঝে শান্তির বারি--

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: রবি, ১৫/১১/২০১৫ - ১০:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন দুঃসময়!
দেশ, দেশের বাইরে--সবখানেই।
যে রবীন্দ্রনাথ বলেছিলেন 'শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস'---সেই তিনিই আবার গেয়েছিলেন শান্তির প্রার্থনা সঙ্গীত --'বরিষ ধরা মাঝে শান্তির বারি'।
রবীন্দ্রনাথের এই প্রার্থনা হয়ত ছিল ঈশ্বরের প্রতি অথবা হয়ত প্রতিটি মানুষের মনে যে সুকুমার বৃত্তিটুকু বেঁচে থাকে সকল হীনতা-দীনতার মুখে--তার প্রতি।

আমার খুব ভাবতে ইচ্ছে করে হয়ত শেষোক্তটিই সত্যি।
এই দুঃসহ সময়ে মানুষের অন্তরের সদাশিবের কাছ ডাক পাঠাতে ইচ্ছে করে--
ইচ্ছে করে, মানুষ জাত-ধর্মের-রাষ্ট্রের বাঁধন উপেক্ষা করে ভেতরের মানুষটাকে যেন চিনতে পারে--

বহুদিন গান-বাজনা করা হয় নি। মনের মালিন্য কাটাতেই এই প্রয়াস।
আপনাদের ভাল লাগলে--কিছুটাও শান্তি দিতে পারলে চেষ্টা সফল হয়েছে ধরে নেব।

সবাই ভাল থাকবেন!

কথা ও সুরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
বরাবরের মত সঙ্গীতায়োজন, কন্ঠঃ অনিকেত


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লাগলো। বেশ কয়েকবার শুনে ফেললাম গানটি

অনিকেত এর ছবি

ধন্যবাদ আপনাকে শোনার জন্যে--
শুভেচ্ছা জানবেন!

অতিথি লেখক এর ছবি

অসাধারণ... Tapas Topu

অনিকেত এর ছবি

ধন্যবাদ ‌ Tapas Topu

অতিথি লেখক এর ছবি

এ ভীষণ সময়ে খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা জানবেন।

স্বয়ম

অনিকেত এর ছবি

ধন্যবাদ স্বয়ম !!
আপনার নামটা আমার খুব পছন্দের---
শুভেচ্ছা জানবেন!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।