একটুখানি সময় আমায় কেউ কি দেবেন ধার?
বেশি কিছু না--দু'তিন দিনের ছুটির দরকার
দু'তিন দিনের ছুটি পেলে যাব মেঘের বাড়ি
দু'তিন দিনের ছুটি পেলে ফেবুর সঙ্গে আড়ি
আসব না আর এই পাড়াতে
দেব সবার হাড় জুড়াতে
কোন নেটওয়ার্ক পারবে না আর আমায় ছুঁতে ভাই
এমন কোন জায়গায় আমি ছুটি নিতে চাই।
যেদিক পানে তাকাই দেখি ক্লান্ত শ্রান্ত মুখ
আলো ঝলমল এই নগরের কোথাও নেইকো সুখ
হাত বাড়ালেই মানুষ কেবল
মন বাড়ালেই জবর দখল
এই শহরে কেমন করে থাকছ তোমরা ভাই
তোমরা নাহয় রইলে- কিন্তু আমার ছুটি চাই।
ছুটি নিয়ে বেড়াতে যাব ময়ুরাক্ষীর তীরে
যেখান থেকে সন্ধ্যে হলেও আসতে হয় না ফিরে
বইবে মৃদু মন্দ বাতাস
অস্তরাগে রাংবে আকাশ
অনেক রাতে উঠবে যখন মস্ত বড় চাঁদ
সেথায় দুজন রইব বসে এইটকু মোর সাধ
ছুটি চাই এই শহর থেকে, রুটিন থেকেও চাই
ছুটি চাই সব চাওয়া থেকে--সত্যি বলছি ভাই
চেয়ে চেয়ে ক্লান্ত আমি
হয়নি পাওয়া কিছুই দামী
চাওয়ার কোন শেষ হয়না, তবুও চেয়েই যাই
চাওয়া-পাওয়ার হিসেব থেকে একটু ছুটি চাই।
মন্তব্য
আহহ, ছুটি! মাঝেমাঝে মনে হয় লম্বা ছুটি নিয়ে নিরিবিলি কোথাও চলে যেতে পারলে কত ভালো হতো! কিন্তু সে তো আর হবার না। যাই হোক, আপনার অবস্থাও তো মনে হচ্ছে... ছুটিটা একটু বেশিই দরকারি হয়ে গেছে, না?
হে হে হে --সে আর বলতে!!
কিন্তু তুমি থাকো কই?? তোমাকে তো খুঁজে পাওয়া ভার!!
"হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর"
এই তো আছি আরকি। এখানে, সেখানে।
কবিতা পছন্দ হয়েছে।
ধন্যবাদ কমল---
শুভেচ্ছা নিরন্তর!
'অনুভূতিতে আঘাত' করার মত কবিতা!
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ইচ্ছে মত ছুটির লুটে
নাও না ছুটি, থামায় কে!
ছুটির গাড়ি চলছে ছুটে
চড়লে তোমায় নামায় কে!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নেটওয়ার্ক বিহীন জায়গাতে গিয়ে তখন হয়ত কাঁদবেন ভাইয়া কেনু নেটওয়ার্ক নাই বলে।
যেরকম এ্যাডিক্ট হয়ে গেছি এসবের।
তাও ঠিক
আমার সাথে চলে আসেন রুটিনবিহীন জীবনে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
বলছেন??!! চলে আসব কিন্তু সত্যি সত্যি--
খুব ভালো লিখেছেন। ভালো লেগেছে।
-রীনা আচার্য্য
অশেষ ধন্যবাদ পড়া আর মন্তব্যের জন্যে!
ভাল থাকুন, রীনা !
ভালো লাগলো! শুভকামনা।
ধন্যবাদ শাহিনুল !
শুভেচ্ছা নিরন্তর
অনেক ভালো লিখেছেন। কর্মব্যস্ত জীবনে একটি ছুটিও জীবনকে উপভোগ্য করে তুলে সাহায্য করে।
ঠাকুর ঝি
ধন্যবাদ ঠাকুর ঝি !!
সুন্দর হয়েছে
ধন্যবাদ !
নতুন মন্তব্য করুন