দেশকে বলে তোমার আমার
দেশ কি কারো কেনা ?
দেশ প্রেমিক হতে নাকি
শর্ত লাগে মানা!
আনুও মানো, রামুও মানো
কেমনে পারো ম্যান
সুন্দরবন বাঁচবে তো ভাই?
আরে চিন্তা কর ক্যান?
যুদ্ধাপরাধীর বিচার চাও না?
নাকি আবার চাও?
দুই নৌকায় পাও দিয়া আছো
শয়তানের এক ছাও!
লুঙ্গি মানো, জাইঙ্গা মানো
সবই মানো ক্যান?
প্যান্টের উপ্রে জাইঙ্গা পরলেই
হইবা সুপারম্যান?
জঙ্গী মানো, কিউটও মানো
বাকি রাখছ কিছু?
ডিজিএফাই হুজি বানালে
ছুটছ তাদের পিছু?
ধরছ মাছ আজ ছোঁও না পানি
ধর্মে আছো, জিরাফেও জানি
সকল কুলই রক্ষা করছ
শুধু দেশটা বাদে
তোমরা হলে দেশপ্রেমিক
দেশটা পড়ল খাদে!
------------------------------------------------------------------------------------------------
সংযোজনঃ
ছড়াটার একটা আবৃত্তি-চেষ্টাও এইখানে দিলাম
মন্তব্য
শিল্প, দেশ, জাতি, মুক্তিযুদ্ধ, চেতনা, এসব আবার কিছু হলো নাকি? আই ডোন্ট কেয়ার!
ইয়ে, মানে, পেমেন্টটা ক্লিয়ার হচ্ছে কবে?
--------------------------------------------------------------------------------------------------------------------
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে...
ছন্দে গেঞ্জাম লাগে!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ছন্দে গেঞ্জাম লাগলেও বক্তব্য ভাল লাগছে !
___________________
সহজ কথা যায়না বলা সহজে
থ্যাঙ্কু বস !!
নতুন মন্তব্য করুন