এই বার লোকটা সত্যিই নির্বাসনে গেল
এই বার লোকটা এত দূরেই চলে গেল যে
তোমাদের কারো কোন ডাক আর তার কাছে পৌঁছাবে না
তোমাদের আর কোন আকুল প্রার্থনায়,
অথবা কোন কঠোর তপস্যায়
সে আর মুখ ফেরাবে না ।
এতদিন হয়ত অভিমান করেছিল,
চোখের পাপড়িতে তুষারের মত জমে ছিল অনন্ত বিষাদ
আজ সে কপাল থেকে
এলোমেলো চুলের মতন সরিয়ে দিয়েছে তোমাদের নাম
আমাদের নাম
দেশ ছেড়ে এসেছিল অনেক আগে
আজ সকল মহাদেশ আর চাঁদটাও পেরিয়ে গেল।
এবার সে সত্যিই নির্বাসনে গেল--
ভাল থাকবেন সন্ন্যাসী'দা
হয়ত অন্য কোন ভুবনে্র সংসারে
সংসারী না হোক, শুকসারী বেশেই দেখা হয়ে যাবে আমাদের সবার।
মন্তব্য
বিদায়, সন্ন্যাসী! এবার হয়ত সন্ন্যাসবৃতের জুটবে অফুরন্ত অবসর!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ছোট্ট গোল রুটি। চলছি গুটি গুটি। গমের ধামা চেঁছে, ময়দার টিন মুছে। ময়ান দিয়ে ঠেসে, ঘি দিয়ে ভেজে। জুড়োতে দিল যেই, পালিয়ে এলাম সেই।
বিদায়, সন্ন্যাসী।
..................................................................
#Banshibir.
বিদায় সন্ন্যাসী'দা
...........................
Every Picture Tells a Story
বিদায় সন্ন্যাসী ভাই!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
বিদায় সন্ন্যাসী'দা...
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
...
...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”
নতুন মন্তব্য করুন