মৃত্যুদন্ডঃ প্রতিযোগীতায় নেই বাংলাদেশ।

আব্দুল্লাহ এ.এম. এর ছবি
লিখেছেন আব্দুল্লাহ এ.এম. [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১২/১২/২০১৩ - ৮:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশী বিদেশী হরেক মানবাধীকারবারীর চিল্লাবাল্লার চোটে আমার ধারনা ছিল দুর্নীতি, অপশাসন, বিশৃঙ্খলা ইত্যাদি বিষয়ের মতো এই বিষয়েও বাংলাদেশ প্রথম কাতারেই থাকবে। তাই ইচ্ছা ছিল প্রদত্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে কয়েক কিসিমের গ্রাফ প্রস্তুত করবো, বেলাজ ও অমানবিক বাঙ্গালির যদি তাতে একটু লজ্জার উদ্রেক হয় এবং মানবাধিকার জাগ্রত হয়। কিন্তু প্রতিযোগীতায় বাংলাদেশের অবস্থা সুবিধার না বিধায় সে বিষয়ে কোন উৎসাহ বোধ করলাম না। অগত্যা তাই শুধুমাত্র পরিসংখ্যান।

২০১২ সালে মৃত্যুদন্ড কার্যকরকারী শীর্ষ দশটি দেশঃ

চীনঃ ১০০০+(অনুমিত)
ইরানঃ ৩১৪
ইরাকঃ ২১৯
সৌদি আরবঃ ৭৯
আমেরিকাঃ ৪৩
ইয়েমেনঃ ২৮
সুদানঃ ১৯
আফগানিস্তানঃ ১৪
গাম্বিয়াঃ ৯
জাপানঃ ৭

বাংলাদেশঃ ১

তথ্যসূত্রঃ এ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল


মন্তব্য

হিমু এর ছবি

ও সাঈদা খালা, গাম্বিয়া যাইবেন কবে?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

গাম্বিয়া যাওয়ার দরকার কি? ওইখানে তো কাদের মোল্লার মতো কোন নিস্পাপ দেশপ্রেমিকের ফাঁসি হইতেছে না।

স্পর্শ এর ছবি

কয়েক কিসিমের না হলেও, অন্তত একটা প্লট যুক্ত করে দেন।
জনসংখ্যা দিয়ে নর্মালাইজও করে দিতে পারেন।
চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

নারে ভাই, বাংলাদেশের যে পারফরম্যান্স, তাতে খুব একটা উৎসাহ পাচ্ছি না।

এক লহমা এর ছবি

চলুক
৫ তারা

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দীনহিন এর ছবি

এত ক্ষুদ্র অথচ এত তাৎপর্যপূর্ণ পোস্ট আর চোখে পড়েনি।
মানবতাব্যবসায়ীদের মুখে ঝামা ঘষে দিয়েছেন!
এই পোস্টটিরও অনুবাদ হওয়া দরকার। দরকার ছড়িয়ে দেয়া।

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

নাহ... বাংলাদেশকে নিয়ে আর পারা গেলো না...
৪২ বছর কেটে গেলো,
এরা এখনো "স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক" মানে যাইতে পারলো না... চাল্লু

[গাম্বিয়ার জন্য আগাম সমবেদনা মন খারাপ ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ধুসর জলছবি এর ছবি

চলুক

সত্যপীর এর ছবি

খালি বাজে তর্ক। এইটা হইল আসল লিস্টিঃ

২০১৩ সালে জামাত নেতার মৃত্যুদন্ড কার্যকর করতে চাওয়া শীর্ষ এগারোটি দেশঃ

চীনঃ ০
ইরানঃ ০
ইরাকঃ ০
সৌদি আরবঃ ০
আমেরিকাঃ ০
ইয়েমেনঃ ০
সুদানঃ ০
আফগানিস্তানঃ ০
গাম্বিয়াঃ ০
জাপানঃ ০
বাংলাদেশঃ ৬

জামাত নেতা না হৈলে আম্রিকায় ৪৩ না গাম্বিয়ায় ৭ তাতে কার কি আসে যায়?

জামাত নেতা অপরাধী হৈলেও কার কি আসে যায়?

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি জয় বাংলা! মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

হিমু এর ছবি

কোলাকুলি

টিউলিপ এর ছবি

কোলাকুলি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

আয়নামতি এর ছবি

আপনা এই বিষমাখা তীরটি অনুবাদ করে যথাস্হানে ছুঁড়ে দিন
চলুক

হাসিব এর ছবি

গণতন্ত্রের সাপ্লায়ার কাগুদের দেশে সাড়ে তিন হাজার কয়েদি মৃত্যুদন্ড কার্যকরের অপেক্ষায়।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আহহা এইটা মিস কইরা গেসিলাম। কী দেখাইলেন এইটা।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রানা মেহের এর ছবি

খুবই হতাশাজনক পারফর্মেন্স!

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

হাঁ! মন খারাপ

ধুসর গোধূলি এর ছবি

ওরে, নাভি পিল্লাইর ওয়ালে কেউ বারাক ওবামার ইমেইল এড্রেসটা চিকা মেরে দিয়ায়। বেচারি নির্ঘাৎ ওবামার মেইল ঠিকানাটা জানে না। জানলে কি আর ওবামা রেখে শেখ হাসিনার কাছে চিঠি পাঠায়?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

ওরে, নাভি পিল্লাইর নাভিমূলে কেউ বারাক ওবামার ইমেইল এড্রেসটা চিকা মেরে দিয়ায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।