১
বসেছিলো দুজনায়
পাশাপাশি, চুপচাপ,
ভেজাছিলো পথঘাট
বৃষ্টিটা ঝুপঝাপ।
উৎসাহি জনগণ
বারে বারে ফিরে চায়
নিমগ্ন দুজনার
কী-বা তাতে আসে যায়।
চোখে চোখ হাতে হাত
অকারণ মৃদু চাপ
পুরো হোক আধো প্রেম
ভালোবাসা নয় পাপ।
২
চলতে চলতে
থামলে কেনো?
ভাবছো তুমি,
আমায় চেনো?
চিনলে চেনো
লাভ কী তাতে?
বাসবে ভালো?
থাকবে সাথে?
তারচে ভালো
যাও চলে
মন ভেঙ্গোনা
প্রেম ছলে।
মন্তব্য
প্রথমটা ভালো লাগলো বেশ।
যদি কিছু মনে না করেন, সামান্য ব্যক্তিগত মতামত জানাই। আমি লিখলে হয়তো এভাবে লিখতাম-
বসেছিলো দুজনায়
পাশাপাশি, চুপচাপ,
ভেজা ছিলো পথঘাট
বৃষ্টিতে ঝুপঝাপ।
উৎসাহি জনগণ
বারে বারে ফিরে চায়
নিমগ্ন দুজনার
কী-বা তাতে আসে যায়।
চোখে চোখ হাতে হাত
অকারণ মৃদু চাপ
পুরো কিবা হোক আধো
ভালোবাসা নয় পাপ।
মনে করার কিছু নেই, আপনি আপনার মতো করে ভেবেছেন, আমি আমার মতো করে। যেমন আপনি প্রথম যে বদলটা করতে চাইছেন তাতে আমার তেমন আপত্তি নেই। কিন্তু তারপরে যে পরিবর্তনটি করতে চাইছেন, তাতে ভিন্ন একটা মানে তৈরি হয়।
ধন্যবাদ।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
- প্রথমটার চেয়ে দ্বিতীয়টা সেরকম। দুইটা অবশ্য দুই মেরুর গল্প। কিন্তু বৃষ্টির ঝুপঝাপে প্রেম করার চেয়ে ঘরে বসে খেলা দেখা বুদ্ধিমানের কাজ মনে হলো আমার কাছে। তাই দ্বিতীয়টা বেস্ট!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগো দাদা, আপনি এতো বুদ্ধিমান বলেই আপনার প্রেম হতিছে না। মেয়েরা যা বোঝেনা তা পছন্দ করে না, আর ছেলেরা যা বোঝেনা তাই বেশি পছন্দ করে।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
আব্দুর রহমান ইজ ব্যাক।
কি মাঝি, ডরাইলা?
হ দাদা, আইসে পড়লাম, দোয়া রাখবেন।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
ভাল্লেগেছে ...
_________________________
বর্ণ অনুচ্ছেদ
কারো ভালো লেগেছে, জানলে আমারো সাতিশয় ভালো লাগে। ধন্যবাদ।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
নতুন মন্তব্য করুন