অপ্রয়োজনীয়

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: শনি, ২৬/০৬/২০১০ - ৯:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবি কীটস বলেছেন, “গাছে পাতা যেমন অনায়াসে গজায়, তোমার ভেতর থেকে কবিতা যদি সেভাবে না আসে ,তবে না আসাই ভালো।“ ওনার কথা মেনে নিলে আমার কিছু লেখাই উচিত নয়।তবে আমার অন্যতম প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার এক উপন্যাসে লিখেছেন, “প্রতিভা হচ্ছে আমাশয়ের বেগ এর মতো। ও কি আর চেপে রাখা যায়?” আমিও চেপে রাখতে পারি না, তাই লিখি। আবার আদতে কবি হবার যোগ্যতা নেই বলে, পায়ের ঘাম মাথায় তুলে ফেললেও দু-চার লাইনের বেশি বের হয় না। সেই অসমাপ্ত কিছু লেখাই এগুলো।


ফার্মগেটের মোড়ে রিকশায় এক বালিকাকে দেখে লেখা,

এক ঝলকে, এক পলকে
দেখা তোমার মুখ,
কাব্য লিখি তোমায় নিয়ে
ওতেই আমার সুখ।

বড় হতে গিয়ে, বুড়ো হয়ে গেছি
এমনটা আমি চাইনি,
কী মায়ায় গেলো এতোটা বছর
সে হিসেব আজ়ো পাইনি।

তারার সাথে তারার কথা হয়,
তোমার সাথে আমার কেন নয়?

ভালোবাসি এ কথাটি বলিও না আর,
কেন ভালোবাসো তাহা ভাবো একবার,
পাঁচজনে পারে যাহা, তুমি কি পারিবে তাহা?
বৃথা তবে প্রেমে কেন পড় বারবার?

ওইখানে তোর দাদির কবর, এইখানে মোর লাভার,
তিরিশ বছরে চাগিয়ে উঠেছে, পুরনো প্রেম আবার।

ড্রেনের গন্ধে ঘুম আসে না,একলা জেগে রই,
ঢাকাগো তোমার মেয়র সাহেব, খোকাবাবু কই?

বাড়ির পাশের পদ্ম পুকুর
কালচে কালচে কালো,
শেষ বিকেলের তেজ ফুরোনো
আলসে আলসে আলো।


মন্তব্য

বাবুই [অতিথি] এর ছবি

ওইখানে তোর দাদির কবর, এইখানে মোর লাভার,
তিরিশ বছরে চাগিয়ে উঠেছে, পুরনো প্রেম আবার।
গড়াগড়ি দিয়া হাসি

আব্দুর রহমান এর ছবি

হাসির কি হইলো? বুড়া বয়সে কি প্রেম করতে মন চাইতে পারে না?

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

দ্রোহী এর ছবি

স্বমহিমায় আব্দুর রহমান। দেঁতো হাসি


কি মাঝি, ডরাইলা?

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

মর্ম এর ছবি

১, ৩, ৪... বেড়ে হয়েছে!!!
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

আব্দুর রহমান এর ছবি

মন্তব্যও খাসা হয়েচে।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অনুপম ত্রিবেদি এর ছবি

আহা, আহা ... বিয়াপক বিনুদন। অনেক আনন্দ পাইলাম ... ... ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অতিথি লেখক এর ছবি

কেম্নে পারেন ?!
১,৭ বেশি ভাল লাগছে।

_________________________
নীল তারা।।

আব্দুর রহমান এর ছবি

৭ আমার নিজেরও বেশ পছন্দ, ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

বাবু এর ছবি

অতি সুন্দর কাব্য চর্চা। দেখিয়া মুগ্ধ হইলাম।

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সুরঞ্জনা এর ছবি

গদ্য সুন্দর, পদ্যও সুন্দর।
চলুক
............................................................................................
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

আব্দুর রহমান এর ছবি

মন্তব্য তার চাইতেও সুন্দর।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অনিন্দ্য রহমান এর ছবি

মজার লাগল।
--

সে হিসেব আজ়ো পাইনি

জ এর নিচে নুক্তা বসাইলেন ক্যামনে? জানলে কাজে লাগত। কারণ অনেকসময় বিদেশী শব্দের উচ্চারণে এই অক্ষরটা দরকার পড়ে।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

আব্দুর রহমান এর ছবি

বুইঝা বসাই নাই রে ভাই, কেম্নে জানি পইড়া গেছে, সম্ভবত হসন্ত।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

মানিক চন্দ্র দাস এর ছবি

আপ্নে ভাই একটা মাল। মালামাল। সেইরম...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।