টলটলে পানির একটা পুকুর। ওরকম এখন আর পাওয়া যায় না আমি জানি কিন্তু আমাকে পেতেই হবে। কীভাবে হবে সেই মাথাব্যাথা আমার না। তারপরে তাতে দাপাদাপি করতে হবে। অনেকটা সময়। যতক্ষণ না চোখ লাল হচ্ছে, নাক সুড়সুড় করছে বা মা যতক্ষণ পুকুর পাড়ে এসে হুমকি না দিচ্ছে।এই ঝাপাঝাপি করার পরে ভীষণ একটা ক্ষুধা, দুনিয়ার সব খেয়ে ফেলতে ইচ্ছা করবে।
খাবারটা কি হলে ভালো হয়? কাঁচাকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত। এই দিয়ে দুই প্লেট ভাত। সাথে একটু ডাল থাকতে পারে, অন্য কিছু না। আমি জানি পৃথিবীতে আরো মেলা ভালো ভালো খাবার আছে, কিন্তু সব সুন্দরীর দিকে একসাথে নজর দেয়া যাবে না। মা যদি বলে তাহলে আরো খানিকটা ভাত নেয়া যায়। আমার নেয়ার ইচ্ছে নেই, আমি মুখ ফুটে বলবোও না। কিন্তু যদি মা আরেকটু ভাত, আর একটু ঝোল দেয় সাথে, না করা একদম উচিত হবে না। মাছ আরেক টুকরো কেন দেয়া হচ্ছে না? হিসাবের সংসারে প্রতি টুকরো মাছ ও হিসাব করা তাই।
খাওয়া শেষ। এবার ঘুম। দিনে দুপুরে কেন ঘুমাবো সেই নিয়ে ঝামেলা করতে পারে লোকজন, মানে করে অনেকেই, আমি তাদের কেবল করুণা করতে পারি। শোবার সাথে সাথে ঘুমানো যাবে না। মানে ঘুমের আমেজটা আনতে হবে। খানিকটা গান শোনা যায়, কিন্তু ঘুমিয়ে পড়লে ক্যাসেট প্লেয়ার বন্ধ করা একটা ঝামেলা। আর যখন ঘুমটা আসি আসি করবে তখন অকারণ নড়াচড়া শাস্ত্রে বারণ। তাই গান বাদ। বই ভালো। বালিশের পাশে রাখা যায়। ভারী বই হলে হবে না। বুকের ওপর রেখে ওলটানো ঝামেলা। নতুন কোনো বই না, পুরোনো বহুবার পড়া প্রিয় কোনো বই নিয়ে সেখানে থেকে পাতা উলটে বের করতে হবে খুব প্রিয় অংশটুকু। মেরিয়ান যখন উড়ে এসে ঝাঁপিয়ে পড়বে রবিনহুড এর বুকে কিংবা লাও জু বলেছিলেন পথ খুঁজে পেতেই হবে,তোমাদের ও মাথা কেটে নেয়া হবে, তাহলেই তোমরা সত্যকে জানবে।
এর মাঝে বৃষ্টির গতি বাড়বে, আকাশটা কালো হয়ে আসবে, টিনের চালে ঝমঝম শব্দ হবে। চোখ কুঁচকে আরো খানিকটা সময় পড়ার চেষ্টা করা যেতে পারে। কালো আকাশের জন্যে অথবা ঘুমে চোখ জড়িয়ে আসার জন্য আর পড়া যাবে না। বইটা পাশে রেখে পায়ের কাছ থেকে কাঁথাটা নিয়ে কোলবালিশটা কে মেরিয়ান জ্ঞানে জাপটে ধরতে হবে।
স্বর্গে এর চাইতে ভালো কিছু আমার ভাবনায় আসে না।
মন্তব্য
ব্যাপক মজা পেলাম ভাই।
..................................................................
#Banshibir.
ধন্যবাদ। প্রতিটি সুন্দরী আলাদা মনযোগ ও সময় দাবি করে, এর অন্যথা করা ঘোর অন্যায়।
ঘুমের ব্যাপারে আপোষহীন।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
স্বর্গে গিয়েও কোলবালিশ চাইলে হবে কীভাবে?
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
আজ্ঞে, এটা নিরামিষ স্বর্গ।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
কোলবালিশ চান বুঝলাম। কিন্তু ৭০ টা কোলবালিশ দিয়া আপনে করবেন টা কি?
চিন্তায় ফালাইলেন স্যার, । এইডা তো ভাইবা দেহি নাই
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হা হতোস্মি!
সজলদা দেখি আগের মতোই আছেন!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কী করব, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
এইটা ঘুমানোর স্বর্গ, অন্য কিছু করা যাবে না।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
লেখাটা পড়ে আপনার আবেগটাকে পুরোপুরি অনুভব করতে পারলাম। এই সহজাত গল্পবলিয়ে প্রতিভাটাকে ব্যবহার করেন প্লীজ। লেখক অনেকেই কিন্তু জাত স্টোরিটেলার হাতেগোনা
লজ্জা পাইয়ে দেবার মত প্রশংসা করলেন। আপনার এই সহৃদ্য় মন্তব্য অনেকদিন মনে থাকবে, আজেবাজে লেখায় প্রণোদনা যোগাবে। ভালো থাকবেন।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
ভাইরে, স্বর্গের লোভ ঢুকিয়ে দিলেন তো! পাপ কাজ থেকে বিরত থাকতে হবে
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আমিন।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
সেই বয়সটা অনুমান করা যায়, ১২-১৫,ঠিক?
সুন্দর লেখা, চলতে থাকুক।
অনুমান খুব কাছাকাছি ১২-১৫ ই হবে, অবশ্য আমি ২৫ পর্্যন্ত এই আলসেমি চালিয়ে গেছি। মানে এখনো চালাতে চাই, কিন্তু বাপের হোটেল আর মায়ের পুকুর থেকে অনেক অনেক দূরে।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
এইটাই তো স্বর্গ। তবে কাচকলার ঝোলের সাথে একটুখানি লালশাক ভাজি চাই।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
আমি লাল শাকের বদলে ইলিশের মাথা ল্যাজা দিয়ে কচু শাক চাই!
সবাই কেবল খেতে চায়, কেউ ঘুমাতে চায় না, আফসোস। তা সেতো কুঁচো চিংরি দিয়ে পুঁই শাক, ফুলকপি মটরশুঁটি দিয়ে রুই মাছে , ডিম ভেঙ্গে দিয়ে লাউয়ের ঝোল সবই খাওয়া যেতে পারে। যেমন এই কদিন আমড়ার টক দিয়ে কচুর লতি খেতে মন চাইছে।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
লালশাক দিয়ে পুরো প্লেটের ভাত লাল করে ফেলার অন্যরকম একটা মজা ছিলো, এখন অবশ্য আগের মত লাল হয় না। সে আমার চোখে বাচ্চা বয়সের রঙ নেই সেইজন্যে নাকি অজস্র রাসায়নিক দিয়ে লাল শাক এর ইয়োগা মেরে দেয়া হয়েছে বলে তা ঠিক নিশ্চিত নই।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
অনেক কিছুই মিলে গেল নিজের ফেলে আসা দিনের সাথে। খুব খুবই ভাল লাগল। গল্প বলাটা অসাধারণ।
মেলাবার জন্যেই তো লেখা। পড়বার জন্যে ধন্যবাদ।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
ইলিশ মাছ খাই না।
আমার ইয়া বড় গোটা দশেক চক্কেট বার হলেই চলবে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সাধে কি আর খুকি ডাকি!
সৈয়দ মুজতবা আলী কি লিখেছেন জানো তো? " বেহেস্তের বর্ণনায় ইলিশ মাছের কথা নেই বলে, পাঁচ বকত নামায পড়ে সেখানে যাবার কণামাত্র বাসনা আমার নেই"
গোটা দশেক চক্কেটবার খুবই ভালো ব্যাপার, কিন্তু ওটা খেলে ঝিম ধরা দুপুরে ভাত ঘুমের আমেজ আসবে?
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
আহ! ঘুম!!
খালি আপনি বুঝলেন ঘুমের কদর।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
কাগুজে বই এর তো দিন শেষ হয়ে আসতেছে। এখনকার স্বর্গে গেলে বই না দিয়ে আইপ্যাড আর ব্লগের লিঙ্ক ধরায়ে দিবে। কিন্তু ঝামেলা হইলো বেহেস্তে গেলে সোনা ব্লগ পড়তে দিবে। আর দোজখে পড়তে দিবে সচলায়তন। এখন বলেন দেখি কই যাবেন?
যেইখানে নিজের ইচ্ছামত ব্লগ পড়ার স্বাধীনতা নাই সেইটা কি বেহেস্ত? আর সেই কথাই যদি কন তাইলে ইহুদি নাসারাদের আইপ্যাড কি বেহেস্তে থাকবে? ওইখানে কাগুর ট্যাবলেট থাকলেও থাকতে পারে বাট নো আইপ্যাড।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
আমার কিন্তু খাওয়া আর ঘুমের মাঝে ঐ যে ঘুম আসি আসি ঐ সময়টাই সবচেয়ে ভাল লাগে।
আপনি সত্যিকারের সমঝদার।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
খুব সুন্দর লেখা।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
স্বর্গের আইডিয়াটা আমার কাছে একটু কেমন যেন মনে হয়।
দশজন পূন্যবান স্বর্গে পৌঁছে দশ কপি ঐশ্বরিয়ার অর্ডার দিয়ে বসলেন।
ফেরেশতা প্রিন্ট অর্ডার নিয়ে ছুটলেন কারখানায়।
লাগাও ফটোকপি। শেষে অর্ডার অনুযায়ী ডেলিভারি।
ধুর !
তারচে' আপনার মাছ-ভাত-ঘুম ঢের বেশি স্বর্গতুল্য।
অফিস ছুটি থাকলে পৃথিবীটাই স্বর্গের কাছাকাছি।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
নতুন মন্তব্য করুন