বিকেল

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: বুধ, ১৫/০৮/২০১২ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাঝ বিকেলের আড্ডা তুমুল
আমি, তুমি, সজীব, শিমুল।
হারিয়ে যাবার বিকেল বেলা
বাড়ির ছাদের ক্রিকেট খেলা।

কে ভালো আর কে ভালোনা
মুন্না, জিদান, মারাদোনা
মোহামেডান, আবাহনী
ফুলের বাগান, ইয়ের পানি।

পাড়ার দোকান, চা-ডালপুড়ি
ঝাল চানাচুর মশলা মুড়ি
পাশের ছাদে কে আসে যায়?
চাইনা তবু চোখ চলে যায়।
বড় হবার সেইতো শুরু
বুক ধুকপুক, উড়ু উড়ু
দিনে কাটেতো রাত কাটেনা
বইয়ের ভাঁজে, মাসুদ রানা।

আজ এতোটা দিনের পরে
এই অফিসের বদ্ধ ঘরে
বিকেলগুলো আর পাশে নেই
অনিচ্ছাতে যাচ্ছে সরে।


মন্তব্য

ওডিন এর ছবি

আজকেই এক আড্ডায় কথা হচ্ছিলো, বাঙালি ছাড়া আর কেউ এইরকম আড্ডা দেয় নাকি? দেঁতো হাসি

আব্দুর রহমান এর ছবি

বাকিরা কেমন আড্ডা দেয় মানে আড্ডার বিষয়বস্তু ঠিক জানি না, তবে আরবদের বিশেষ করে মিশরীয়দের দেখি ঘন্টার পর ঘন্টা তিন চারজনে বকবক করতে। ইরানী, চীনাদেরও দেখি।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সুমাদ্রী এর ছবি

উত্তম জাঝা! চলুক

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

আব্দুর রহমান এর ছবি

ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আব্দুর রহমান এর ছবি

হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

টোকাই এর ছবি

ভালো লাগছে।

আব্দুর রহমান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।