বিবাহিত জীবনে কোবতে প্রসব করা কঠিন কাজ। বিবাহিত পুরুষ মাত্রেই সেকথা জানেন। প্রেম আর বিয়ে এক নয়। কবিতায় প্রেমিকারা খানিক আহা উহু করতে পারেন, গিন্নিরা ঝামটা ছাড়া কিছু দেন না। অচলাবস্থা নিরসনের হেতু অন্দরমহলে প্রবেশ করা মাত্রই গিন্নি জলদগম্ভীর কণ্ঠে শুধালেন, কী চাও? যেটা গিন্নিকে শোনাতে পারি নি, আপনাদের শোনাতে এলুম।
আর কিছুতো চাইছি না গো
আরতো কিছুই চাইছি না,
ভালোবাসাই চাইছি কেবল
সেটাই শুধু পাইছি না।
তোমার উপর গোঁসা করে
ভাতটা শুধু খাইছি না,
অফিসেতো যেতেই হবে
ঘুরতে কোথাও যাইছি না।
উথাল পাথাল গরম লাগে
তবুও দেখো নাইছি না,
জীবন দেখো থমকে আছে,
নাও তবুও বাইছি না।
পেটের ভেতর গুটুর গুটুর
মন খুলে তাও গাইছি না,
থাকো তুমি তোমার মতন
তোমার কাছে আইছি না।
মন্তব্য
একদম ভুক্তভোগী বচন। ভুখে আহেন ভাইডি।
বউ কেন প্রেমিকা হয় না, এটা নিয়ে আপনার কাছ থেকে একটা প্রবন্ধ আশা করি
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আমার বিয়ে তে বেশিদিনের না, প্রবন্ধের মালমশলা জমতে সময় লাগবে। মুরুব্বী সচল যারা আছেন, তাদের মৌনতা ভীতিকর।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
আরেকটি শাদী করে ফেললেই দেখবেন সমিস্যার সমাধান হয়ে গেছে।
বিষে বিষক্ষয় হবে বলছেন?
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
ইদানিং কি তাহলে সচরাচর বহিরাংগনেই থাকা হয়?
ইয়ে মানে ওইরকম অনেকটা বলতে পারেন
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
মজা পেলাম।
____________________________
ধন্যবাদ।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
আপনার ব্যাচেলরত্ব ঘুচেছে তাহলে।
চাট্টি ভাল-মন্দ খাওয়ানোর নেমতন্ন না করেই এত বড় কাজটা সেরে ফেললেন, কিছু হৈল!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ব্যাচেলরত্ব ঘুচেছে প্রায় দেড় বছর। নেমন্তন্ন না করাটা অন্যায় হয়েছে, তবে ভালো-মন্দ খাওয়ানোর সু্যোগ তো শেষ হয়ে যাচ্ছে না। আপনিও প্রবাসী সেটা জানি, কানাডা ঘুরতে আসলে আওয়াজ দিয়েন।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
দারুণ
ইসরাত
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
চারখান বিয়ে ফরজ, সবে মাত্র একটা দিয়ে শুরু করলেন ইনিংস। সামনে উজ্জ্বল ভবিষ্যত দেখছি আপনার
মাসুদ সজীব
ঈমান বড় দূর্বল, বাউন্ডারী হাঁকানোর মতো ক্ষমতা নাই।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
মজারু
ভালো থাকুন।
শুভেচ্ছা।
-----------------
কামরুজ্জামান পলাশ
ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
সহমত। বউ যখন দরজায় এসে দাঁড়ায়, কবিতা তখন জানালা দিয়ে পালায়!
সোহেল লেহস
বউ আসলে কবিতা ঘরেই ঢোকে না, জানালা দিয়ে পালানো ত অনেক দূর কি বাত।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
নতুন মন্তব্য করুন