গ্রাম বাংলার ধাঁধা

আবু রেজা এর ছবি
লিখেছেন আবু রেজা [অতিথি] (তারিখ: রবি, ১৮/০১/২০০৯ - ২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুঁড় দিয়া কাজ করি, নাহি আমি হাতি।
পরহিতে খাটি সদা, তবু খাই লাথি।।

এটি একটি ধাঁধা। এর মানে কী? আমরা একটু চিন্তা করি। দেখি এর মানে বলতে পারি কিনা। এর অর্থ ঢেঁকি। যারা ঢেঁকি দেখেছি তারা তো জানি, ঢেঁকি শুড় দিয়ে কাজ করে। আর ঢেঁকি চালাতে হয় পা দিয়ে।

এক সময় আমাদের দেশে ধাঁধার প্রতিযোগিতা হতো। দুই দল বা দুই জনের মধ্যে ধাঁধার প্রতিযোগিতা হতো। একজন বা একদল ধাঁধা বলত। অন্যজন বা অপর দল ধাঁধার উত্তর দিত। এভাবে প্রতিযোগিতা চলত। যে ব্যক্তি বা দল বেশি উত্তর দিতে পারত তারা জয়ী হতো।

এক সময় গ্রামে-গঞ্জে বিয়ের আসরে ধাঁধার প্রতিযোগিতা হতো। বিয়ের আসরে বর পক্ষ ও কনে পক্ষের মধ্যে এ প্রতিযোগিতা চলত। দুই পক্ষই চাইত অপর পক্ষকে ঘায়েল করতে। এভাবে জমে উঠত মজার খেলা। বিয়ের আসরে ধাঁধার খেলা দুই পক্ষকেই দিত বাড়তি আনন্দ। সবাই এ আনন্দ উপভোগ করত।

ধাঁধার একটি বৈশিষ্ট্য হলো ছন্দ। ছন্দ মিলিয়ে ধাঁধা ধরা হয়। আর ধাঁধার উত্তর হয় এক বা দুই শব্দে। একেক ধাঁধার এক এক উত্তর। কোনো ধাঁধা ধরা হয় ফল নিয়ে। কোনো ধাঁধায় লুকায়িত থাকে প্রাণী বা উদ্ভিদের নাম। কোনো ধাঁধা অক্ষর নিয়ে। কোনো ধাঁধায় থাকে অঙ্কের হিসাব। কোনো ধাঁধায় লুকায়িত থাকে মানুষের সম্পর্ক।

আগের দিনে মানুষ মুখে মুখেই ধাঁধা তৈরি করত। আর মানুষের মুখে মুখেই তা টিকে থাকত। একজন মানুষ অন্যের কাছ থেকে শুনে শুনেই ধাঁধা মনে রাখত। যেমন: দাদা-দাদি থেকে মা-বাবা ধাঁধা শুনেছে, আবার মা-বাবা থেকে শুনেছে ছেলে-মেয়েরা। মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে এসব ধাঁধা তৈরি হতো।

এবার আমরা কিছু ধাঁধা পড়ি আর উত্তর খুঁজে বের করি।
১.

তিন তের দিয়া বার
নয় দিয়া মিলানী কর।
আমার স্বামীর নামটি এই,
পার করে দাও নাইওর যাই।

২.

রামের বামেতে বসি নই আমি সীতা,
উড়িষ্যা নগরে, মোর আছে এক মিতা।

৩.

গাছে নাই, পাতায় নাই
ফুলে আছে, ফলে আছে।

৪.
এ ঘর যাই, ও ঘর যাই
দুম দুমাইয়া আছাড় খাই।

৫.

নয়া জামাই গোসল করে,
টুপি থাকে মাথার পরে।
একশ কলস পানি দাও
তবু শুকনা তার গাও।

[উপরের ধাঁধাগুলোর উত্তর : ১. ষাইট্যা ( ৩ x ১৩ + ১২ + ৯ = ৬০); ২. র বর্ণ; ৩. ল বর্ণ; ৪. ঝাঁটা; ৫. কচু গাছ]


মন্তব্য

অভ্রনীল এর ছবি

মজা লাগলো... ছোটবেলায় দাদীর মুখে অনেক ধাঁধা শুন্তাম, যেগুলোকে দাদী বলতেন শোলোক... আপনার এইগুলা দেখে দাদীর শোলোকগুলার কয়েকটা মনে পড়ে গেল... দেখি একবার সময় করে সেগুলো নিয়ে একটা পোস্ট দিব...

পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ... হাসি

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

আবু রেজা এর ছবি

পড়েছেন এ জন্য ধন্যবাদ।
-------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অবাঞ্ছিত এর ছবি

ফুল ফলের ধাঁধায় 'ফ' ও তো উত্তর হতে পার. শুধু 'ল' ই কেন?

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

আবু রেজা এর ছবি

হ্যাঁ, হতে পারে, আপনাকে ধন্যবাদ।
------------------------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

সাইফুল আকবর খান এর ছবি

ভালো পোস্ট।
হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আবু রেজা এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

কীর্তিনাশা এর ছবি

দারুন!

অনেকগুলো ধাঁধা জানতে পারলাম।
ছোটবেলায় এরকম কত যে ধাঁদা শুনেছি! কত যে এসব নিয়ে বন্ধুদের সাথে মজা করেছি!

একটা ধাঁধা ছিল এরকম -

ডাঁটে বাবু হাটে যায়
একশো একটা জামা গায়!

ধাঁধার উত্তরটা এখনই বললাম না। দেখি আগে আপনি পারেন কিনা। না পারলে পরে উত্তর বলে দিয়ে যাবো। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আবু রেজা এর ছবি

আপনার ধাঁধার উত্তর সম্ভবত কলার থোর।
আসেন ভাই ধাঁধার একটা খেলা খেলি। প্রতিদিন আপনি একটি ধাঁধা দিবেন, আমি উত্তর দিব। আমি একটি ধাঁধা দিব, আপনি উত্তর দিবেন।
-----------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

Raj khan এর ছবি

ফুল নাই ফল নাই পাতা তবু খায়

Raj khan এর ছবি

পান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।