সংঘর্ষের রাজনীতিতে ফায়দাটা কি বেশি?
হয়তো হবে, নইলে কেন অস্ত্র এবং পেশি
যখন ইচ্ছা ব্যবহারে সংঘর্ষ বাঁধে
নেতারা সব হাসে কেবল আম জনতা কাঁদে!
সংঘর্ষের রাজনীতিতে লাভ কি বেশি তবে?
হয়তো হবে, নইলে কেন নেতা-কর্মী সবে
গ্রেনেড বোমার বিস্ফোরণে সৃষ্টি করে ত্রাস
নেতারা সব হাসে, পড়ে সাধারণের লাশ!
সংঘর্ষের রাজনীতিতে বেশিই তবে পাওয়া?
হয়তো হবে, নইলে নেতার হয় রক্তে নাওয়া?
সুযোগ পেলেই কেন দেশের ঘাড় মটকে খেয়ে
থাকবে ভালো কৃষক-শ্রমিক-দিন মজুরের চেয়ে?
সংঘর্ষের রাজনীতিতে সব সুবিধা আছে?
হয়তো হবে, নইলে কেন এই পথটা বাছে
শীর্ষ আসন করতে দখল, সব ক্ষমতা পেতে
জনগণের মাথার ওপর কাঁঠাল ভেঙ্গে খেতে?
সংঘর্ষের রাজনীতি আর চলবে কতকাল
চলবে কত কথায় কথায় ভাংচুর, হরতাল?
যদি এমন চলতে থাকে আমাদের এই দেশে
দেশটা কি আর সোনার বাংলা থাকবে অবশেষে?
মন্তব্য
সুপ্পার লিখসেন। কয়েক জায়গায় দ্রুত পড়তে গিয়া খেই হারাইয়া ফেলতেসিলাম। আমারই ভূল। আপনি আসলেই চমৎকার মিলাইসেন। একেবারে টিপ টপ পারফেকশন।
সামি
ভাল লেগেছে জেনে ভীষণ আনন্দ অনুভব করলাম!
ধন্যবাদ।
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
নতুন লেখা পড়ার পরে তো এখন এটা নিশ্চিত যে আপনি ছন্দের নিপুণ কারুশিল্পী। আশা করি সামনে আরো সুন্দর কিছু লেখা পাবো। কিপিটাপ।
সামি
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
সংঘর্ষ একটি কৌশল; ক্ষমতা স্থানান্তরের। আহত হই, নিহত হই আমরাই কেবল, আমরা আম-জনতা !
বিজন কথক
এ যাতনা কতকাল সইতে হবে কে জানে?
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
আপনার লেখাগুলো পড়ে মজা পাচ্ছি। আরো লিখুন, নিয়মিত থাকুন।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
মজা পাচ্ছেন জেনে ভীষণ ভাল লাগল! আপনাদেরকে সাথে পেলে নিয়মিতই থাকতে চাই।
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
আচার্য অনেক ভালো লাগলো আপনার প্রতিবাদী কবিতাটা।
তবে শহীদের রক্তে কেনা আমাদেরি বাংলাদেশটাকে
আমরা সবাই মিলে সোনার বাংলা করেই রাখতে চাই।
[অপরাজেয় অনন্যা]
ঠিত তাই। আমাদের দেশটাকে সোনার বাংলা করেই রাখতে চাই।
ধন্যবাদ অপরাজেয় অনন্যা আপনার চমৎকার মন্তব্যের জন্য।
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
রাজনীতিতে সংঘর্ষ অনিবার্য। তবে রাজনৈতিক সংঘাত মানেই সন্ত্রাস নয়। সন্ত্রাস অবশ্যই পরিত্যাজ্য।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
নতুন মন্তব্য করুন