সাইক্লোন সিডরের তান্ডবে বিধ্বস্ত বাংলাদেশ। কোন শব্দ দিয়ে এর দুর্ভোগ বুঝানো সম্ভব নয়। অপ্রতিরোধ্য বাংলাদেশ আবারও উঠে দাঁড়াচ্ছে প্রকৃতির ধ্বংসস্তূপ থেকে। তাই এখন খুব দরকার সকলের সাহায্যের হাত। বিপন্ন মানবতার মুখে হাসি ফুটাতে দরকার সকলের একটু সাহায্য। এখানে দেখুন চ্যানেল আইয়ের সৌজন্যে ভিডিও রিপোর্টটি:
সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসুন
১) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
২) প্রধান উপদেস্টার ত্রাণ তহবিল
৩) খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম
৪) বিদেশে নিকটতম বাংলাদেশ দূতাবাস
৫) কেয়ার বাংলাদেশ
৬) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট
৭) অক্সফাম
৮) সেইভ দ্য চিল্ডরেন
৯) জাতিসংঘের হিউম্যানিট্যারিয়্যান অ্যাকশন
অপেক্ষা না করে এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে। সবার সমবেত প্রচেস্টায় আর সাহায্যে আবারও উঠে দাঁড়াবে সাহসী বাংলাদেশ।
মন্তব্য
যারা কানাডায় আছেন তারা কানাডিয়ান রেডক্রসের ওয়েব সাইটে গিয়ে ডোনেট করতে পারেন। এখানে করা ডোনেশন ট্যাক্স ডিডাক্টিবল।
কানাডায় বসেই বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও ডোনেট করা যাবে। কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সাইট থেকে উদ্বৃতি:
Prime Minister's Relief Fund, Account No. 00236-5077441, Royal Bank of Canada, 99 Bank Street, Ottawa, Canada, C/O - Bangladesh High Commission, Ottawa. SWIFT Code : ROYCATT2.
If you are sending bank/postal draft, cheque , etc., you may also send it to Bangladesh High Commission in Ottawa (275 Bank street, Suite-302, Ottawa, ON K2P 2L6) for deposit with the accounts.
বিস্তারিত এই সাইটে
Thank you for valuable information.
নতুন মন্তব্য করুন