এনটিভির জন্মদিন নিয়ে বেশ ভাল প্রোগ্রাম চলছে। চলছে ঈর্ষপরায়ণদের ভাষায় "পিঠ চুলকানি"। চার বছরে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে এনটিভি। গুণগত মান চমৎকার। নাটকের মান আরও ভাল। ছবির কোয়ালিটিও ভাল। ভাল জিনিসের কদর আছে। পাবলিক এনটিভির জন্ম বৃত্তান্ত জানতে চায় না। তারা ভাল অনুষ্ঠান দেখতে চায়। টাকা খরচ করেছে এনটিভি। বিএনপি সরকারের হিরো ফালু মিয়ার সন্তান এনটিভি। পয়সা খরচ করে ভাল যন্ত্রপাতি, কারিগর জোগাড় করেছে। পাবলিককে মুগ্ধ ও সম্মোহিত করে রাখার জন্য ভাল বায়োস্কোপের চাহিদা সবসময়ই বেশী। গুঁড়ের লোভে সব পিপড়া, মাছি, আর প্রজাপতিরা লাইন ধরে আগায়। এতে দোষের কিছু নেই। টাকার জাত নেই। যার হাতে থাকে সেই শাহেনশাহ। টাকার গন্ধে এনটিভিতে সবাই ভীঁড় জমায়। অনুষ্ঠানের চমক বাড়ে। বাহবা বাড়ে। দর্শক কাড়ে।
গতকাল ছিল জন্মদিন। জমকালো উৎসব চলছে। দেখলাম, জন্মদিনে কিভাবে সবাই লাইন ধরে এনটিভির বন্দনা গাইছে। পাবলিকের দোষ কি? কারণ, আমরা পাবলিক চিরকালই ভিক্টিম। আমরা দেখি। দেখেই আনন্দ পাই। যা পাই, তাতেই সন্তুষ্ট থাকি। কাচ্চি বিরিয়ানী প্লেটে আসলে আমরা কি জিগ্যেস করি, বিরিয়ানীর মাংস কি জিন্দা ছাগলের না মরা ছাগলের ছিল? দরকার নেই। কারণ, ধরেই নেই মেজবান দেখে শুনে ভাল ম্যাৎকার করা স্বাস্থ্যবান ছাগলের মাংসই পরিবেশন করছে। এনটিভির জন্মদিনে সেই একই কথা মনে পড়ল। আমরা পাবলিক, এনটিভি পেয়েছি। আমরা পরিবেশিত বিরিয়ানীতে ছাগলের মাংসের খবর নিতে যাই না। এনটিভির জন্ম ফালুর অবৈধ টাকার পাহাড়ে। ফালু জেলে। এনটিভি তো বায়োস্কোপ। এনটিভিকে জেলে নেওয়া যায় না। বায়োস্কোপ হাত ঘুরে। কারণ, বায়োস্কোপের দরকার আছে।
সামরিক বাহিনীর বন্দনামূলক প্রামাণ্য অনুষ্ঠানগুলো এনটিভি ঘটা করে প্রচার করে। দেশ ও জাতির বিবেক হবার চেস্টা করে। এনটিভির এমডি'র হামার সরকার নিয়ে গেছে। এনটিভিকে নেওয়ার দরকার নেই। ভবিষ্যতে দরকার। সুশীল, কুশীল, চোর, চামার সবাইকে একত্রিত করতে পেরেছে এনটিভি। টাকার গন্ধে অনেকেই অনেক কিছুর পেছনে থাকে। চুরির টাকা জনগণের টাকা। এনটিভি সহ সকল টিভি চ্যানেলের আর্থিক লেনদেন, অর্থের উৎস ও জোগানদাতার বিবরণ কেউ পাবলিশ করে না। সবাই গুঁড়ের সন্দেশের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। অবৈধ টাকা, মানুষ, প্রতিষ্ঠান কিভাবে স্বাভাবিক, সুস্থ ও জনপ্রিয় প্রতিষ্ঠানে উত্তরিত হয় তার চমৎকার কেসস্টাডী এনটিভি। দুর্নীতির টাকা, চুরির টাকা যদি জনগণের হয়, দুদক যদি স্বচ্ছ হয়, তাহলে এনটিভি সহ সকল মিডিয়ার পোস্টমর্টেম করার দরকার। এনটিভির জন্মদিনে এর কুশীলবদের অভিনন্দন। কিন্তু জন্মদিনে তার জন্মবৃত্তান্ত মনে করিয়ে দেওয়ার খুব দরকার।
মন্তব্য
ভাল ম্যাৎকার করা স্বাস্থ্যবান ছাগল
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
জন্মদিনে তার জন্মবৃত্তান্ত মনে করিয়ে দেওয়ার খুব দরকার।
হুমম।
যথার্থই স্বাস্থ্যবান ছাগল!
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
সত্যি দূর্নীতি মুক্ত করতে চাইলে অবশ্যই সবাইকে সমান চোখে দেখে বিচার করতে হবে। বাংলাদেশে সৎ উপায়ে গড়া কোন চ্যানেল আছে বলে মনে হয়না। এনটিভির অনুষ্ঠানের মান ভালো হতে পারে কিন্তু তাইবলে অসৎ উপায়ে গড়া হলে অবশ্যই টদন্ত করা উচিত। তা নাহলে একজন দুর্নীতিবাজ অবৈধ উপায়ে টাকা উপার্জন করে হজ করে এসে বলবে ভাল হয়ে গেছি এবং সত্যি যদি আর অবৈধ কাজ না করে তাহলে কি অবৈধ উপার্জান বৈধ হয়ে যাবে?
আড্ডাবাজ, ভালো বললেন। কিন্তু ঘণ্টা বাঁধার জন্যে তো কাউকে পেতে হবে। তাহলে আবার সন্দেশে ভাগ বসানোর লোক কমে যাবে যে!!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
সমস্যা হচ্ছে ঠগ বাছতে গেলে গা উজার হয়ে যাবে। আর বাঙালী ভুলোমনা জাতি, এনটিভির সাথে যে ফালুরা জড়িত ছিল এটাই অনেকে মনে করতে পারবে না কিছুদিন পর।
সবাইকে ধন্যবাদ। এনটিভির অগ্রযাত্রা চলবে। তারপর আমরা ভুলে যাব সবকিছু। এটাই বোধ হয় এখানকার ট্রেন্ড। এর ব্যত্যয় কি ঘটবে?
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
দাদা, জার্মানী কেমন লাগছে? নাকি ফিরে এসেছেন?
__________
কি মাঝি? ডরাইলা?
না,দাদা। ফিরে এসেছি। আর কতো বেড়ানো যায়? এখন একটু জিরোচ্ছি।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নতুন মন্তব্য করুন