শিরোনামটা সব পত্রিকায় একই রকম। গামেন্টস শ্রমিকরা মীরপুর এলাকায় কারখানা বন্ধের প্রতিবাদ করেছে। দু'দিনের প্রতিবাদের পর মালিক, শ্রমিক আর সরকার পক্ষ একটা মীমাংসায় পৌঁছেছে। আজ তেভাগা আন্দোলন দিবস। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের ৬১ বছর পরও শ্রমিকদের আন্দোলন করেই দাবী আদায় করতে হয়। কিছুই বদলায়নি। তবে সামরিক সরকারের মেজাজ মর্জি একটু বদলেছে। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের পর শ্রমিক আন্দোলন যে পেটোয়া বাহিনী দিয়ে দমন করা যাবে না তা সামরিক সরকার হাঁড়ে হাঁড়ে টের করতে পেরেছে। গার্মেন্টস শ্রমিকদের প্রতিবাদ সমাবেশের সামনে সরকারের যৌথ বাহিনী আর পুলিশ বাহিনী বেশ অসহায়ের মতো দাঁড়িয়ে ছিল। বিলম্বে হলেও শুভবুদ্ধির কি উদয় হয়েছে? আজকের সকালের চ্যানেল আই ও এটিএন বাংলার খবরের কিছু ভিডিও এখানে আপলোড করে দিলাম।
মন্তব্য
শুভ বুদ্ধির উদয় কি? মনে হইলো চিপায় পইড়া কিছু দাবী মানলো। এখন ছাটাই করবে কয়েকমাস ধইরা এক এক কইরা। গ্যাঞ্জাম আরো বাড়তে দেয় নাই এইটারে অন্যকোন কায়দায় টাইট দিতে।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
সেটাই আমারও মনে হলো। বরাবর অবশ্য তাইই হয়। এখানে আন্দোলনের বিকল্প এখনও পর্যন্ত আন্দোলনই!
একমত@ লুৎফুল আরেফীন।।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নতুন মন্তব্য করুন