আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রধান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান আইরিন খান এখন ঢাকা সফর করছেন। গত বছর সামরিক বাহিনীর হস্তক্ষেপের পর আইরিন খানের এটি হচ্ছে বাংলাদেশে প্রথম সফর। বর্তমান সামরিক সরকারের আমলে মানবাধিকার লংঘনের ঘটনাগুলো তিনি সরে জমিনে অনুসন্ধান করবেন। আগামী ১০ই জানুয়ারী তার ঢাকাতে একটি সংবাদ সম্মেলন করার কথা।
তিনি তত্বাবধায়ক সরকারকে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার আহবান জানান। বিডিনিউজ জানাচ্ছে, আইরিন খান বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক পদক্ষেপ পরবর্তী নির্বাচিত সরকারকে বিষয়টি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে।" যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের অভিজ্ঞতা দিয়ে বর্তমান সরকারকে সহায়তা করবেন বলে তিনি জানান। উদাহরণ হিসেবে তিনি লাতিন আমেরিকা, কম্বোডিয়া ও আফ্রিকার প্রসঙ্গ টেনে আনেন। দেশে বেশ কিছুদিন ধরেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জোরালোভাবে উচ্চারিত হয়ে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এমন এক সময় যুদ্ধাপরাধের বিচারের দাবি তুললো যখন মুক্তিযোদ্ধা, রাজনীতিক থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে ব্যবস্থা নিতে আওয়াজ তুলছেন।
আজকের সকালের চ্যানেল আইয়ে প্রচারিত সংবাদ প্রতিবেদনটি দেখুন:
মন্তব্য
স্যলুট টু হার
----------------------------------------
সঙ্গ প্রিয় করি,সংঘে অবিশ্বাস
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কিন্তু আমি এদেরকে পুরোপুরি বিশ্বাস করতে চাই না
কার উদ্দেশ্য হাসিল করতে এসেছে সেটাই বিষয়
এইসব পশ্চিমা মানবাধিকারবাদীরা যে আমাদের মতো গরিব দেশের মানবাধিকার নিয়ে মাথা ঘামায় তা বিশ্বাস করতে আমার কষ্ট হয়
বরং মানবাধিকারের নামে আমাদের মাথা আরো কোনো ফাঁদে ঢুকানোই এদের মূল উদ্দেশ্য
এরাই বিশ্বব্যাপি আমাদের প্রমাণিত করেছে মিসকিন-সাম্প্রদায়িক এবং ঐহিহ্যহীন জাতি হিসেবে
লিলেন ভাই, বাঘ বাঘ বলে চিৎকার করে অতীতে কখনই বাঘ আসেনি বলে আজও যে সেই আসল বাঘ আসবে না মনে করে কি আমরা চিৎকার থামিয়ে দেবো?
পশ্চিমারা এজেন্ডা নিয়ে কাজ করে অনেকক্ষেত্রে আপনার যুক্তি ঠিক । তবে আইরিন খানের এই এজেন্ডা আমাদের জন্য ভালো ফল নিয়ে আসতেওতো পারে।
আমি তার এই উদ্যেগকে স্বাগত জানাই।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আসলেই ভালো
স্বাগত জানাই
কিন্তু ঘর পোড়া গরু তো....
ভালো লাগছে আইরিন খানে উদ্যোগ। ধন্যবাদ তাকে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আইরীন খানের উদ্যোগ সফল হোক।
তাকে ধন্যবাদ জানাই।
আইরিন খান ব্লগার/সাংবাদিকদের সাথে একটি সভা করবেন - সেটার ফলাফলের অপেক্ষায় আছি। একজন বাংলাদেশী এত বড় অবস্থানে পৌঁছেছেন, সেটাও ভালো লাগছে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
বর্তমান সরকার এমন কিছু কাজ করেছে যা জীবনে কোনো বাংলাদেশী স্বপ্নেও ভাবিনি। তবে তার মধ্যে ভালো মন্দ দুটোই আছে।
যদি এসব যুদ্ধাপরাধীদের বিচার করা যায়, তাহলে হয়তো এ সরকারের পাপের বোঝা কিছুটা হলেও কমবে। এ সরকার যদি এ কাজটাও করে তবুও ভাববো আসলেই আমাদের আশার দিন আসছে!
কমেন্টার: রনি রক
ইমেইল:
নতুন মন্তব্য করুন