পদত্যাগ না পদচ্যূতি? কথা কম, কাজ বেশী। নো কমেন্ট। আলোচনা দেখুন এটিএন বাংলার সৌজন্যে:
বিবিসি জানাচ্ছে: "সরকারি সূত্রে জানা গেছে, এই চারজন উপদেষ্টার প্রত্যেকেই পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে৻ তবে তাঁরা নিজেরা পদত্যাগের কারণ কী, সে ব্যাপারে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি। মাত্র দিনকয়েক আগেই সরকারের আরও একজন উপদেষ্টা, শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আয়ুব কাদরী পদত্যাগ করেন৻ ফলে আজকের পর সরকারের দশজন উপদেষ্টার পদের মধ্যে পাঁচটিই শূন্য হয়ে গেল।
তবে সরকারি সূত্রে আভাস পাওয়া গেছে এই পদগুলি পূর্ণ করার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামিকাল, বুধবারেই নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলেও জানা গেছে"।
বিবিসি বাংলার সকালের খবর থেকে:
|
মন্তব্য
নতুন মন্তব্য করুন