খুব অসময়ে চলে গেলেন নাট্যকার অধ্যাপক সেলিম আল দীন। মৃত্যু তাঁকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলেও বাংলা নাট্য আন্দোলনে আর সাহিত্য চর্চায় তিঁনি অমর হয়ে থাকবেন। তাঁর স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাবার জন্য এনটিভি'র সৌজন্যে তাঁর সাক্ষাতকারের ভিডিওটি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় "কী কথা তাহার সাথে" অনুষ্ঠানের ৫০তম পর্বে তিঁনি নিজের জীবন, সাহিত্য চর্চা আর ভাবনা আমাদের সাথে শেয়ার করেন। অদ্ভুত বিনয়ী একজন মানুষ। তার আলাপচারিতা এখানে দেখুন:
মন্তব্য
অসংখ্য ধন্যবাদ এটি উদ্ধার করে শেয়ার করার জন্যে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ধন্যবাদ
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
অনেক ধন্যবাদ। খুব ভাল লাগল সেলিম আল দীনের সাক্ষাৎকার। বিশেষতঃ আহমদ শরীফ স্যারের সাথে তার নাটক নিয়ে নাটকীয়তার জায়গাটা ...।
সেলিম আল দীনের প্রতি শ্রদ্ধা। অনেক অনেক আগে টিভিতে তার 'গ্রন্থিকগন কহে' দেখে যে কিশোরসুলভ মুগ্ধতা তৈরী হয়েছিল তা কির্তনখোলা, কেরামত মঙ্গল, বনপাংশুল, হাত-হদাই, প্রাচ্য, নিমজ্জন, মুনতাসীর, যৈবতী কন্যার মন, কিংবা চাকায় ঠেকে গিয়ে আজও পুরোপুরি বহমান।
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
মিস হওয়ার আগেই এনটিভিতে পূনপ্রচারিত এই অনুষ্ঠানটা রেকর্ড করে আপলোড করতে পারাতে খুবই ভাল লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নতুন মন্তব্য করুন