বাংলাদেশে সকাল ৭:৫১ মিনিট। গত রাত থেকে এখানে গুঞ্জন উঠেছিল যে আজ শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। সকল দূর্নীতির জন্য জাতীয়তাবাদী দলের নেতারা জেলে গেলেও খালেদা জিয়াকে বাদ দিয়ে শেখ হাসিনাকে দিয়ে গ্রেফতার শুরু হওয়ার খবরটি পর্যবেক্ষকদের মধ্যে বেশ আগ্রহ সৃস্টি করেছে। দেশী ভয়েস এ ব্যাপারে ব্রেকিং নিউজ ইতিমধ্যে প্রকাশ করেছে। এছাড়া, বিবিসির সকালের প্রতিবেদনটি এখানে শুনতে পাবেন:
|
ভয়েস অব আমেরিকার সকালের খবর থেকে:
|
মন্তব্য
বেচারারা বুঝে উঠতে পারতেছে না আসলে কি করন দরকার।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
বনি করল হাসিনা বুবুরে দিয়া, ভাবীরে ধরব কবে? টিভিতে দেখছি...সময় থাকলে ইউটিউবে ছাড়তাম...
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
এবার মনে হয় সংস্কারপন্থীরা একটু নড়াচড়ার সুযোগ পাবে। তবে এটা হলো শেষ অংক - না মিললে কিন্তু খবর আছে।
লেখতে চাই ..কিন্তু কি লিখবো?
এস্কিমো,
একই কথা কিছুক্ষণ আগে মতিয়া চৌধুরী বলেছেন। শেষ অংক মেলানো অতো সোজা নয়। গোজামিলের অংক অনেক দেখেছি। এখন আবার চাকা পেছনে ঘুরানো অতো সহজ হবে না। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
আরেক্টা কাঁচা কাজ করলো জলপাই মামারা...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কীযে হচ্ছে দেশটাতে!
তোমার সুরে সুরে সুর মেলাতে
নতুন নাটক শুরু হচ্ছে। মাইনাস ২, নতুন নাম্বার যোগ হবে।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নতুন মন্তব্য করুন