তাসনীম খলিলের উপস্থাপনায় আব্দুল গাফফার চৌধুরীর লাইভ ব্রডকাস্ট শুনলাম দেশীভয়েসে। অনুষ্ঠানটি প্রকাশিত হয়েছে ই-বাংলাদেশ সাইটে। সামরিক গোয়েন্দা বিভাগের তত্বাবধানে রাজনৈতিক সংস্কার আর মঈনুল হোসেনের নাড়ীর খবর সহ পাপেট সরকারের স্বরুপ বেরিয়ে এসেছে গাফফার চৌধুরীর আলোচনায়। শুনতে চাইলে এখানে ক্লিক করুন।
মন্তব্য
বস লিংক কাজ করে না, একটু চেক করেন
কেমিকেল_আলী,
কাজ করছে তো, লিংক তো অনেকগুলো দিলাম, একটা কাজ না করলে অন্যটাতে গিয়ে ট্রাই করেন। আমি তো শুনছি। সমস্যা হচ্ছে না। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
কাজ করছে, সেভ করে তারপর শুনতে হবে। আমি আগে ভাবছিলাম ক্লিক করলেই হবে।
ধন্যবাদ
শুনি আর গা জ্বলে আরো বেশি করে। উফ, কী যে করলো দেশটাকে। বিএনপি যদি আরেকটু কম করে খেতো!
দেশ এখন চলছে জলপাই মামাদের ব্যাকগীয়ারে। ঠেলা লাগব।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
পরিস্থিতি আবার অশান্ত হতে পারে মনে হচ্ছে। কমান্ড পলিটিক্স কতটুকু কাজ হবে কে জানে। নাহলে হাসিনা-খালেদা এক হয়ে বড়সড় গোলমাল লেগে যেতে পারে।
পরিরস্থিতি দ্রুত খারাপের দিকেই যাবে বলে আমারও মনে হচ্ছে। হাঁটুর বুদ্ধি দিয়ে কাজ হবে না। শেখ হাসিনার গ্রেফতার নিয়ে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের সাপ্তাহিক রিভিউ পড়ে দেখুন দেশীভয়েসে। খুবই তথ্যবহুল লেখা। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নতুন মন্তব্য করুন