শেখ হাসিনার গ্রেফতারের বিরুদ্ধে বাংলাদেশে ও সারা বিশ্বে প্রতিবাদের ঝড় বইছে। সমকালের সম্পাদক আবেদ খান তার প্রতিক্রিয়ায় বলেছেন, সামরিক সরকার উদ্দেশ্যমূলকভাবে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আজকের সকালের প্রভাতী থেকে আপডেট শুনতে ইস্নিপ প্লেয়ারে ক্লিক করুন:
|
আইনী প্রক্রিয়া নিয়ে শুনুন বাংলাদেশী আইনজীবি আনিসুল হকের বক্তব্য:
|
মন্তব্য
শেখ হাসিনার গ্রেপ্তার ধর্ম নিরপেখখ আন্দোলনের খেত্রে কিভাবে শুন্যতার সৃস্টি করবে তা বুঝলাম না।
-----------------------
এই বেশ ভাল আছি
@ফাহা একটু পেছন দিকে গেলেই পাবেন। ৮১ সালে ওর দেশে ফেরা আওয়ামীলীগ একত্র হওয়া এবং 'তারপর' মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল গুলোকে নিয়ে জোট করে আন্দোলন করার ভিত্তি ছিল ধর্মনিরপেক্ষতা। আজকে যে এত বুদ্ধিজীবী ওর পক্ষে কথা বলে তার কারণই সেটা। আওয়ামীলীগ ভাংলে ১ম আক্রান্ত হবে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ আন্দোলন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
তবে মনে হয় না আওয়ামী লীগ এভাবে এ মুহুর্তে ভাঙ্গা সম্ভব। বিশেষ করে যেভাবে চেষ্টা করা হচ্ছে তাতে সংস্কারের রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে।
নতুন মন্তব্য করুন