সাহায্য চাই: (মুছে ফেলা হবে)

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: বিষ্যুদ, ১৯/০৭/২০০৭ - ২:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কম্পিউটার টেকীদের কাছে সাহায্য চাই। [/restrict]ইউট্উবে বেশ কিছু ফাইল আছে। এগুলো যে কোন সময় মুছে ফেলা হতে পারে। এগুলো ডাউনলোড করে রাখতে চাই। যেমন মঈনুল হোসেনের শিবিরে উপস্থিত থাকার ভিডিওটি। ইউটিউবের ফাইলগুলো ব্যাক আপ করার বুদ্ধি থাকলে একটু মন্তব্য দিয়ে জানাবেন। সাহায্য করলে ঝালমুড়ি চাসহ খাওয়াব। ধন্যবাদ।[restrict]


মন্তব্য

অরূপ এর ছবি

মাল্টিপ্লাই ডট কমে অ্যাকাউন্ট খুলেন
তারপর ইউটিউবের ভিডিও ইমপোর্ট করেন নেন মাল্টিপ্লাইতে

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

অরূপ এর ছবি

Video গুলোর লিংক দিতে পারেন এখানে

আড্ডাবাজ এর ছবি

অনেক ধন্যবাদ। আজকেই করব।

আড্ডাবাজ এর ছবি

অরূপ
http://www.youtube.com/watch?v=lb0SnkBJQb0&eurl=আপাতত এটা একটু ব্যাকাপ রাখেন। এটা যে কোন সময় মুছে ফেলা হতে পারে।

হাসিব এর ছবি

ব্যাকআপ সংরক্ষিত হইলো ।
আমার ইউজার নেইম haseebmahmud এ পাবেন এটা । ইউটিউবে ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

অমিত আহমেদ এর ছবি

YouTube ভিডিও download করতে FireFoxয়ের VideoDownloader extension টা install করে নেন।

এইটা দিয়ে শুধু YouTube না, অন্য যে কোন site এর যে কোন video download করা যাবে। Tutorial টা ওদের site এই পাবেন।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

জিকো এর ছবি

আরেকটা উপায় :

যেকোনো ইউটিউব ভিডিও লিংকে youtube এর জায়গায় বসান kissyoutube.

ভিডিওটি FLV ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। উদাহরণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।