চলুন মুড়ি খাই:

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: বুধ, ২৫/০৭/২০০৭ - ১:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চলুন মুড়ি খাই। হাতে সময় নেই। ব্যস্ত। বন্ধুরা ক্ষেপে আছে। কাজের ঝামেলা আছে বলে আর পার পাওয়া যাবেন না। ক'দিন আগে একজনে ম্যাসেজ রাখল, "মনে রাইখেন কিন্তু"। মানে খবর আছে। বলার কিছু নেই। রাগের বুলেট খেতেই হবে। নিস্কৃতি অতো সহজ নয়। প্রত্যাশার বোঝা বাড়ে। কাজের ভীঁড়ে অজুহাতে কাজ হবে না। অনেক দিন আগে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে ক্লাশ নেওয়ার পর ভাবলাম, ক্লাশটা নিয়ে পুরোটা সময় বরবাদ হলো। কারণ, ভেবেছিলাম তার সময় সাশ্রয়ের ফন্দি বাতলাবে। তা না করে তাদের বুদ্ধিতে আরও সময় নস্ট হওয়ার জো। প্রায়োরিটি লিস্টটা কি? যাকে জিগ্যেস করি, তার কাছেই সাজানো আছে ভিন্ন ভিন্ন উত্তর।

সময়ের চাকা উল্টাতে পারব না। তাই হা হুতাশ করে লাভ কি? অতো ভেবে চিন্তে পা ফেলে কি হবে? তার চেয়ে যেমন চলছে সেভাবেই চলুক। সময় নেই বলে ব্লাড প্রেশার বাড়িয়ে বড়ি নিতে রাজী না। যারা বুঝবে তারা ক্ষমা করে দিবে। যারা বুঝবে না তাদের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও বুঝবে না। চেস্টা বৃথা। তার চেয়ে সুর মিলাই,

"এমনি করেই যায় যদি দিন যাক না।
মন উড়েছে উড়ুক- না রে মেলে দিয়ে গানের পাখনা"।

দক্ষিণা হাওয়ায় উড়ুক। আজকাল মনটা বড্ডো উসখুস করে। কেন যেন মনে হয় ধীরে ধীরে আবার নব্বইয়ের দিকে ফিরছি? আবার আগুন জ্বলবে। আবার বিজয় উৎসব হবে। মতিঝিলে আল্লাহওয়ালা বিল্ডিংএ আগুন লাগবে। ট্রাকে করে শিল্পীরা গান করবে। শ্লোগান মুখরিত ঢাকা। স্বৈরাচারের নিপাতে গণতন্ত্রের মুক্তির স্বপ্ন মুখরিত শ্লোগান। হায়রে, কঠিন সময়। জীবনের চারটি বছর কেড়ে নিল। বিশ্ববিদ্যালয় বন্ধ। লেখাপড়া নেই। দুশ্চিন্তাগ্রস্থ মা। স্বৈরাচারের পতন দেখে যেতে পারলেন না মা। তার আগেই বিদায় নিলেন। সময়ের হিসাব মেলাতে পারি না। বাটিতে মুড়ি নিয়ে চিবাই। চলুন মুড়ি খাই অস্থির আর অনিশ্চিত সময় পার করে দেবার জন্য। টেনশন মুক্ত থাকবার জন্য। আসুন,আমরা সবাই মুড়ি নিয়ে বসি।


মন্তব্য

রেজওয়ান এর ছবি

এ এক ঘোরের সময়। নব্বুইয়ের দশকের মত হবে কিনা জানিনা। তবে সিরাজুদ্দৌলা নাটকের ডায়লগ মনে পরছে "আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে দেবে আমাদের আশা"।

দুর্নীতির পচন সবাইকেই ছুঁয়েছে। আজ আমাদের একে অপরের প্রতি আস্থার খুব অভাব। এখনকি কোন গ্রাম্য বধুও তার শহরে উপার্জনরত স্বামীকে "ভুলনা আমায়" রুমালটি দিয়েই নিশ্চিত থাকবে যে ভালবাসায় করাপশন হবে না?

××××××××××××××××××××××××××××××××××

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

আড্ডাবাজ এর ছবি

দুর্নীতির শ্লোগান দিয়ে লেজে হোমো এসেছিল, এখন আরেক লেজ আসবে? এমনিতেই লুটেপুটে খায় বারো ভুতে, কাজেই বাড়তি জোগান দিতে সমস্যা হবে না। কারণ, ডায়ালগ মিলে যাচ্ছে। আমরা খুব ভুল মনা বলে পার পেয়ে যায় সবাই।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

মুড়ি দেইখা আইলাম।
ডাইনে ১৪ ঘন্টা ৩১ মিনিট ধইরা আমি আছি দেখায়।
আর থাকা ঠিক না।
বিছানা হিট করি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

কেমিকেল আলী এর ছবি

মজার ব্যাপার হল, আমি যখন এইলেখা পড়ছিলাম তখন ঐ একই রবীন্দ্রসঙ্গিত শুনছিলাম। পড়ার মাঝে এসে মিলে গেল!!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।