লিখেছেন আড্ডাবাজ (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ১১:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছি প্রথমপাতায়। তারপর? একটু ঠান্ডাও কি আসবে, তারপর একটু স্যুপ, কয়েকটা চিকেনের পা ভাজা, তারপর...কতো রঙ জানো মামা। কয়দিনের জন্য ব্লগ থেকে ছুটি নিলাম। পড়ি, দেখি আর মজা নিচ্ছি। মন্দ না। অবসরপ্রাপ্ত ব্লগার। অন্যরকম শান্তি।
মন্তব্য
অজ্ঞাতবাস
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নতুন মন্তব্য করুন