বঙ্গবন্ধুর ঘাতক মহীউদ্দীন নিয়ে আপডেট:

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: বিষ্যুদ, ১৪/০৬/২০০৭ - ৫:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:
সাম্প্রতিক সময়ে মহীউদ্দীনকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে শুরু হয়েছে একটা অচলাবস্থা। সম্প্রতি কানাডায় তার রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে মহীউদ্দীনের পরিবার অনেকটুকু এগোলেও তা ব্যর্থ হয়েছে প্রবাসীদের প্রতিবাদের কারণে। বর্তমানে মহীউদ্দীনকে ফেরত পাঠানো সাময়িকভাবে স্থগিত রয়েছে। এ ব্যাপারে আড্ডার কলামে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছিলাম। দু:খজনক হলেও সত্য এব্যাপারে যাদের খুব সোচ্চার হওয়ার কথা ছিল তারা বড্ডো নীরব। মহীউদ্দীনকে নিয়ে সবচেয়ে তথ্যবহুল লেখা দেওয়া হয়েছে ম্যাশের কলামে। সেখানে মহীউদ্দীনের ব্যাপারে মার্কিন সরকারের কোর্টে দেওয়া ব্রীফিংটা পড়ে দেখুন। মহীউদ্দীন ঠেকাতে পারেন নি তার দায় এড়াতে। তিনি যে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিলেন তা বিদেশী কোর্টেও আবার প্রমানিত হলো। তারপরেও এ ব্যাপারে তেমন কোন উচ্চবাচ্য নেই। ব্লগারুরা কি এ ব্যাপারে লেখা নিয়ে এগিয়ে আসবেন, না দর্শক হিসেবে পা গুটিয়ে থাকবেন?

মন্তব্য

আড্ডাবাজ এর ছবি
শুভ, সব দেব। আগে আপনি লেখা ছাড়েন। তারপর। অবশ্য এইখানে দেখি মহী্উদ্দীনের ভক্তের সংখ্যা একটু বেশী, কেউ লেখার ব্যাপারে মাতল না =((
হাসান মোরশেদ এর ছবি
অনুবাদ কইরা দেন :) আংরেজী বোঝিনা -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
দেখি পইড়া। ==== মানুষ চেনা দায়!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।