আড্ডা এখানেও

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: শনি, ০২/০৬/২০০৭ - ৮:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
চলে আসলাম আড্ডা দিতে। ভাল লাগছে। একটু আগে ফন্টের সেটআপটা ঠিক করার পর ভালই লাগছে দেখতে। চলুক আড্ডা। আড্ডা দিয়েই সময় কাটুক। ভেসে যাব আড্ডায়। জীবন ভরুক আড্ডায় আর আনন্দে। চলুক আড্ডা ব্যাপকভাবে। সবাইকে নেমন্তন দিলাম আড্ডায়।

মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি
আইলাম। আইসা দেখি মেজবান নাই..
admin এর ছবি
গুট গুট!
আড্ডাবাজ এর ছবি
স্বাগতম গুণে গুণে মাত্র ২টা। আমি তো মনে করছি আরও বেশী পাব? বাকী স্বাগতমগুলান কি কোন ছাগল কাঠাল পাতা মনে করে খেয়ে ফেলেছে?
সুমন চৌধুরী এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।