সুমন চৌধুরীর জন্য তবাররুক

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: সোম, ১৮/০৬/২০০৭ - ৯:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুমন চৌধুরীর জন্য কিছু তবাররুকের ব্যবস্থা করতে হয়। কাসলের কাছে কোন মিস্টির দোকান থাকলে জানান দিয়েন, বিল দিয়া দিমুনে। মহীউদ্দীন দেশে গেছে। ফাসী হবে কি না জানি না। তবে তবাররুকের আব্দার রাখতে হবে। ফাসী হইলে জেয়াফত খাওয়ামু। আপনারা লাইনে দাড়ান।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

আড্ডা ভাই, আপনি অহন কই? কাসেলে নাকি?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

হ, আমার একই পরোশনো। আপনে একন কুতায়? চোখ টিপি
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

আড্ডাবাজ এর ছবি

কেন? বলতে গুরুর মানা আছে। তবে আপনি কি কাসেলের কাছে? এই ধুসর কই? দাওয়াত দিয়া পালাইছে?

সৌরভ এর ছবি

ধূগোয় যদি দাওয়াত দিয়া পলায়, আমারে খবর দিয়েন।
কোপা শামসুরে খবর দিমু।

আর আমার পক্ষ থেকেও মিষ্টি খায়া নিয়েন।
রসমালাই।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

অছ্যুৎ বলাই এর ছবি

কাসেলে আমারো দাওয়াত আছে। লন একলগে যাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আড্ডাবাজ এর ছবি

সুমনদার রুমমেটের গেন্জাম কি মিটছে? শেষে হাত পা নিয়া বাড়ীতে ফিরতে পারুম তো? দেখি দাদা কি কয়?

অছ্যুৎ বলাই এর ছবি

শুনলাম সুমনদার তিন রুমমেটই সুন্দরী, ফিগারবতী এবং ঝগড়াবতী। পা একবার দিলে আপনি পা নিয়ে বাড়ি ফেরাতে ভাবীর হেলপ লাগবে কি না, সেইটাই দেখার বিষয়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আড্ডাবাজ এর ছবি

যাওয়ার আগেই ডর দেখাও? না, যামু না কাসেলে। এমনে বহুত টেনশনে আছি।

অছ্যুৎ বলাই এর ছবি

যাবেন না কেন? অবশ্যই যাবেন। লগে আমিও যামু। গোধুরেও খবর দেন। তিন রুমমেটের ঝগড়া মিটাতে গোধু একাই একশ'!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

উৎস এর ছবি

সুমনের রুমমেটদের সেরকম ছবি আছে কারো কাছে?

হাসিব এর ছবি

ঝাইড়া কাশেন । আপনে কৈ ?


ছাগু পাগু ও উটুতাড়ক, দ্য এটিম ।

আড্ডাবাজ এর ছবি

কাশাকাশির কিছু নাই। বলাই ভাই যেই ভয় দেখাইছে তাতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছি। কাসেল তো অনকে দূর।

আড্ডাবাজ এর ছবি

@উতস, যদ্দুর পড়ছি তাতে মনে হয়, সুমনের কাছে অডিও ফাইল আছে, ভিডিও ফাইল আছে কি না জানি না..।

সৌরভ এর ছবি

অডিও ফাইল?
কিসের?

ললনাদের কলকাকলি, নাকি চুলোচুলি?

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

আড্ডাবাজ এর ছবি

সুমন আসলে আমারে একটু জানান দিয়েন, আমি নাই।

ধুসর গোধূলি এর ছবি

আমার কাছে উৎস ভাই, দিমু নাকি ভাবতাছি।
তয় বদ্দার অনুমতি লাগবো, নাইলে আমারে ডাইকা নিয়া ময়লাধোলাই দিবো!
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

সুমন চৌধুরী এর ছবি

ওরে খাইছে! আপ্নে কই বস?
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

উৎস এর ছবি

আড্ডাবস, আপনার লেখা অনিয়মিত কেন?

সুমন, ছবি পোস্টানো যাবে?

সুমন চৌধুরী এর ছবি

আরে ধুর আমি ছবি পামু কই? এখনো সবাই মিলা কোন পার্টি হয় নাই মন খারাপ
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আড্ডাবাজ এর ছবি

সুমন,
আছি জার্মানীতে। ফিজিক্যালি না ভার্চুয়ালী সেটা বলতে মানা।হবে দেখা। ঘর দোর গুছান। মিস্টির অর্ডার দিয়েছি আরেক কামেলের কাছে এখন টাকা নিয়া ফুইটা না গেলেই হয়। গড়াগড়ি দিয়া হাসি

উতস,
আছি প্যাঁচে। শুরু করবো। সম্ভবত জুলাই ১ তারিখ থেকেই শুরু করবো। আপাতত দেখি। আর এখন এখানে এতো সুন্দর সুন্দর লেখা বেরোচ্ছে তাতে বাইরে গিয়ে আর কোন কিছুর দিকে তাকাতে হবে না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।