ঝরা পাতার কবিতা:

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: সোম, ১৮/০৬/২০০৭ - ১১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

এতো ভাল লাগল কবিতাটা, তাই এখানে কপি পোস্ট করলাম। সৌজন্যে:ঝরাপাতা: http://www.somewhereinblog.net/blog/jhara_patablog/28716348

শুধু পাতা দুই, ছিলো মোর ভুঁই, সামহয়্যারইনে-
ছাগু কহিলেন, বুঝিছ ফলেন, ব্লগের দখল লইব কিনে।
কহিলাম আমি, এহেন ছাগলামি না করিলেই কি নয়?
শূন্য এই মাঠে, তুমি একা বটে, তোমারই তো সুসময়।

শুনি ছাগু কহে, ঝরা- জানো তো হে, করিয়াছি আমি পণ,
সামহয়্যারইন, করিব স্বাধীন, ভাড়া করিয়াছি লোকজন।
যত মুক্তমনা, নাস্তিক-জনা, করিব সবারে চিরতরে আউট,
ব্লগখানি জুড়ে, থাকিবে খালি ঘিরে, রাজাকার, ছাগু, টাউট।
বহুদিন ধরে, বহু প্ল্যান করে, বানাইয়াছি মোরা মডুরাম,
বাক-স্বাধীনতা, ফালতু কথা, চালাইবো কাঁচি অবিরাম।

হে ছাগুরাজ, সামহয়্যারে আজ, করিলে আমায় পরবাসী,
ব্লগ জুড়ে তুমি, করিছ ছাগলামি, খুলিছ নিক রাশি রাশি।
এই ব্লগে হায়, মডুরাম ভাই, করে যাহা তার মনে লয়,
করিব তোরে ব্যান, দিতে আসিস জ্ঞান, রাগিয়া সুফী কয়।

বহুদিন পরে, আজি এই ভোরে, মন করিলে বড় আনচান,
আসিলাম ফিরে, হারানো সে ঘরে, সামহয়্যার যার নাম।
হঠাত শুনিলাম, হুংকারে মডুরাম, সব ডিস্টার্বিং এলিমেন্টস,
আমরাই হাগিব, আমরাই মুতিব, ব্লগে খুলিয়া শর্টস-প্যান্টস।
দূর হয়ে যা, ওরে হতভাগা, ভেকধারী এলিট ব্লগার
এই ব্লগ ভরি, থাকিবে বাহারী, ছাগলের ম্যাতকার।

আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই বুঝি হলো হাল-
তুমি ছাগুরাম সাধু হলে আজ, আর আমি হনু বাল-ছাল।

কৃতজ্ঞতা : রবি ঠাকুর , দুই বিঘা জমি

*** জনগনের দাবীতে আপডেট ভার্সন।


মন্তব্য

হাসিব এর ছবি

একটা ফটুক যুক্ত কইরা দেন ।


ছাগু পাগু ও উটুতাড়ক, দ্য এটিম ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা দেখছিলাম ওইখানে। জব্বর হইছে। হাসি
====
মানুষ চেনা দায়!

হিমু এর ছবি

ঝরা পাতার অনুমতি আছে তো?
নাহলে কিন্তু কপিরাইটে ফাঁসবেন।


হাঁটুপানির জলদস্যু

সৌরভ এর ছবি

এই জিনিষ পড়ার পর এটিমের পুরনো বন্ধুদের ভুলতে না পেরে ভুতুড়ে নিক খুলছি।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি

"ঝরাপাতা" তো হাজির দেখি, নবাগত সচলদের লিস্টে!
স্বাগতম।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

আড্ডাবাজ এর ছবি

ঝরাপাতাকে স্বাগতম। অনুমতি নেই। তবে, দুদকে কপিরাইট নিয়ে মামলা দিলে জামিন নাই। পালাই পালাই!!!

অরূপ এর ছবি

ছাগুর চাইতে কি ভালো কোন বিষয় নাই?
আমরা কি ছাগুর প্রতি এতোই অবসেস্ড?
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

নজমুল আলবাব এর ছবি

ঝরা আসছেন নাকী? স্বাগতম হাসি

আড্ডাবাজ এর ছবি

ছাগু ইজ সিম্বল, সিম্বল বলে বাকী গল্প..।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঝরা বহুত কষ্ট করছেন। অভিনন্দন।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

কনফুসিয়াস এর ছবি

ভালা হইছে কবিতাটা।

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।