ড: আব্দুল মোমেনের লেখাটা সত্যি ভেবে দেখার মতো। দেশী ভয়েসে একটু আগে পড়ে দেখলাম। সময় থাকলে পড়ে নিতে পারেন: এখানে
রাজনীতেতে পরিবারতন্ত্রের ধারা নতুন কিছু না। বর্তমান তত্বাবধায়ক সরকারের মধ্যেও আছে। দেশে বিদেশে আছে। সমস্যা কি পরিবারতন্ত্রে না অন্য কোথাও? রাজনীতিতে যদি যোগ্য লোকরা জায়গা করে নেয়, তাতে পারিবারিক পরিচয়ের মূল্য কতোটুকু? সময় থাকলে পরে অনুবাদ করে পুরোটা দেব।
মন্তব্য
প্রথম পেজ ভচকে গিয়েছিল বলে লিংকটা ঠিক করা হল।
====
মানুষ চেনা দায়!
ধন্যবাদ। শিখছি।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
ডঃ মোমেনকে এখানে লিখতে বলেন, কিছু বাদানুবাদ হোক ওনার মন্তব্য নিয়ে।
নতুন কিছু বলেছেন বলে তো মনে হলো না।
নতুন মন্তব্য করুন