ব্যর্থতার দিকে হাঁটছে তত্বাবধায়ক সরকার

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: শুক্র, ০৩/০৮/২০০৭ - ১১:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেশী ভয়েসে প্রকাশিত মনসুর ইব্রাহীমের লেখাটি পড়ছিলাম। গত ক'দিনের ঘটনাগুলোকে তিনি চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। সামরিক বাহিনীর সমর্থনপুস্ট সরকারের একচোখা নীতি ও অসংগতিগুলোকে তিনি যুক্তিযুক্ত প্রশ্নের মুখোমুখি করেছেন। শেখ হাসিনার জামিনের আদেশ নিয়ে সুপ্রীম কোর্টের আদেশের নাটকীয়তা, পুলিশ প্রহরা, রায়ের কপি পাওয়ার আগেই নতুন রুলিং, আর রেব পুলিশের বাড়তি প্রহরার আয়োজন এবং ২৪ ঘন্টার মধ্যে নতুন রুলিং জারি করার জারিজুরি নিয়ে তার প্রশ্রগুলো একেবারে ফেলনা না। খালেদা জিয়া আর সাইফুর রহমানের অঘোষিত অবৈধ অর্থ সাদা করার চেস্টা এবং সরকারের অর্থবহ নীরবতার পাশাপাশি শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্ট জব্দ করে রাখার সিদ্ধান্ত কতোটা একপেশে তা কি আংগুল দিয়ে দেখাতে হবে। খালেদা জিয়ার দেশে বিদেশে একাউন্ট, সামরিক গোয়েন্দা বাহিনীর টর্চার সেল, আর দেশে বিদেশে সামরিক সরকারের এজেন্ডা নিয়ে উৎকন্ঠা মনসুর ইব্রাহীমের লেখায় স্পস্ট হয়ে উঠেছে। সবশেষে, সরাকারের ব্যর্থতা নিয়ে তিনি উপদেষ্টা ব্যরিস্টার মঈনুল হোসেনের ভবিষদ্বাণী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। লেখাটি পড়ে মনে হলো, দেশ কি সামরিক সরকারের দিকে এগোচ্ছে?

বাংলাদেশ নিয়ে সর্বশেষ বিশ্লেষণমূলক লেখার জন্য পড়ুন: দেশী ভয়েস


মন্তব্য

সুজন চৌধুরী এর ছবি

ঠিক, চিন্তার বিষয় হয়ে দাড়ালো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সুমন চৌধুরী এর ছবি

এইটাতো পরিস্কার।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সামরিক শাসন আসা ঠেকাতে কি করা যায় বলেন?
ইউনুসকে ঠেকানো গেছে...
সংস্কার সংস্কার বলে দল ভাঙাভাঙির খেলাও ঠেকছে...
জাতীয় সরকারও ঠেকছে...

আমার যদি বেশি বেশি করে প্রশ্ন করি যে সামরিক শাসন বা ছদ্ম সামরিক শাসন কি আসছে তাহলে মনে হয় একটা উপায় আছে....
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সামরিক শাসন তো আমার অবশ্যম্ভাবী বলেই মনে হচ্ছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

আমার তো মনে হয় সামরিক শাসন চলছে।
উপদেষ্টাদের আবোল-তাবোল কথায় তার ইঙ্গিতও আছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সবজান্তা (অচল - বর্ত্মানে পাইপলাইনে) এর ছবি

আরে ঘাবড়ায়েন না। সবাই লবন, কাচা মরিচ যোগার করেন, সামনে জলপাই এর সিজন আসতেসে।

জমায়া জলপাই খামু সবাই, মইনুল চাচু কেউ একটু দাওয়া যাইতে পারে দেঁতো হাসি

সুজন চৌধুরী এর ছবি

মইনুলরে মরিচ আর লবণ দিয়া মাখায়া রাখেন ওরে ডুবা তৈলে ভাজুম খারান।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আড্ডাবাজ এর ছবি

জলপাই খাওয়ার দেখি হিড়িক পড়ে গেছে। আম জনতা কি পোয়াতি হইয়া গেল না কি? রাখেন মঈনুলরে বানের পানিতে ওয়াশ কইরা রাখি। সকালে বাজারে গিয়া তেল চুলা আর লাকড়ির ব্যবস্থা করুম। হাসি...। এই বার কেউ খিঁচুড়ীর আয়োজন করেন। জলপাই আচারের সাথে খাওয়ার জন্য..।

সুজন চৌধুরী এর ছবি

আইচ্ছা মইনুলের মাইয়া নাই???
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আড্ডাবাজ এর ছবি

দাঁড়ান ফুন কইরা দেখি।

থার্ড আই এর ছবি

আড্ডাবাজ লিখেছেন:
জলপাই খাওয়ার দেখি হিড়িক পড়ে গেছে। আম জনতা কি পোয়াতি হইয়া গেল না কি?

------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হাসান মোরশেদ এর ছবি

পুরো ব্যাপারটাই স্টেজ রিহার্সাল ছাড়া আর কি?
আর ঐতিহাসিক ভাবেই জামাত-বিএনপি সামরিক শাসকদের প্রধান প্রতিপক্ষ নয় ।
জানুয়ারীতেই যেনো ঘোষনা দেখেছিলাম দু সপ্তাহের মধ্যে বিচার বিভাগ স্বাধীন হয়ে যাবে । ভালোই নমুনা দেখা যাচ্ছে । বন্যা পরিস্থিতি,বাজার দর, আইনশৃংখলা- সাধারন মানুষের মোহভংগ হতে খুব বেশী সময় আর লাগবেনা ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কেমিকেল আলী এর ছবি

কয়েকদিন ধরেই ভাবছি খিচুড়ি খাব। কিন্তু হয়ে ওঠছে না। জলপাইয়ের আচারের কথা পড়ে আরও বেগ বাইরা গেল

মাহবুব সুমন এর ছবি

তত্বাবধায়ক সরকার আদতে সামরিক সরকার। অতীতে উর্দিওলারা প্রকাশ্য থাকলেও, পর্দার আড়ালে এবার।
কথা হচ্ছে, ঠিক কতোক্ষন এভাবে এরা নাটাইয়ের সুতো ধরে থাকবে ! ? নাকি পর্দার আড়ালেই চলে সব !
শুরু থেকেই কিন্তু নির্বাহী থেকে শুরু করে বিচারীক পর্যায়ে সামরিক খবরদারী চলে এসেছে, কলের গানের মতো তত্বাবধায়ক সরকারের নপুংশক উপদেষ্টা সেটা বাজিয়ে গিয়েছেন।
হাসান মোরশেদের কথাটা ঠিক, মানুষের মোহোভংগ। তবে সেটা ঘটবে অতীতের মতোই।
ছাগল দিয়ে যেমন হাল চাষ হয়না, ঠিক তেমনি বলদ দিয়ে প্রজনন হয় না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।