নিখোঁজ সংবাদ

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: বুধ, ০৮/০৮/২০০৭ - ৮:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোন কিছু লিখতে মন চাচ্ছে না? একজন ব্লগারকে অনেকদিন থেকে দেখছি না। নীরব। উৎস কোথায়? অনেকদিন তার লেখা দেখছি না? তাই, নিখোঁজ সংবাদটি পরিবশেন হলো আড্ডার সৌজন্যে।


মন্তব্য

মৃন্ময় আহমেদ এর ছবি

উ_সের উ_স কোথায়!!!

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আড্ডাবাজ এর ছবি

ভাল প্রশ্ন। উৎস'র সন্ধানে চলুন।

হিমু এর ছবি

উৎস ভাইয়ের অনুপস্থিতি পীড়া দিচ্ছে।


হাঁটুপানির জলদস্যু

অছ্যুৎ বলাই এর ছবি

উৎস মনে হয় কাজকামে বেশি বিজি। দেশেও যাইতে পারে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুজন চৌধুরী এর ছবি

তাইতো!!!!!?????
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

নজমুল আলবাব এর ছবি

ঠিকতো। গেছে কই এই লোক?

ভুল সময়ের মর্মাহত বাউল

আড্ডাবাজ এর ছবি

খোঁজ লাগাও উৎসের, মলম পার্টি বা রেব ধইরা নিয়ে গেল না কি? কে জানে?

হাসিব এর ছবি

উৎস তুমি ফিরিয়া আইসো


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আড্ডাবাজ লিখেছেন:
খোঁজ লাগাও উৎসের, মলম পার্টি বা রেব ধইরা নিয়ে গেল না কি? কে জানে?

উৎস থেকে উৎস খোঁজা শুরু করতে হবে।

সুমন চৌধুরী এর ছবি

উৎসরে ফিরানো খুবই জরুরি।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।