ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠুক বিজয়ের পতাকা:

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: বুধ, ২২/০৮/২০০৭ - ৯:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরন্মুখ ঘটনায় সেনা বাহিনী পিছু হটেছে। ক্যাম্পাস থেকে সেনা বাহিনী তাদের ছাউনি গুটিয়ে নিয়েছে আজ ভোর পাঁচটার মধ্যে। ছাত্রদের উপর সেনা বাহিনী ও পুলিশের নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠেছে ছাত্র জনতা। বিবিসি বাংলা এব্যাপারে চমতকার নিউজ কাভারেজ ও বিশ্লেষণ দিয়েছে। ছাত্রদের সাথে যোগ দিয়েছে শিক্ষক সমিতি। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ক্যাম্পাসে অনুপ্রবেশ নিষিদ্ধ করার আহবান জানিয়েছে শিক্ষক সমিতি। রাজনৈতিক অধিকার ও দ্রুত নির্বাচনের দাবী জানানো হয়েছে। জেগে উঠুক ছাত্র জনতা। আবারও উড়ুক গণতন্ত্রের বিজয় কেতন। নির্বাসিত হোক সামরিক কর্তৃত্ব ও স্বৈরাচার। তাহলে আজ সকালে প্রচারিত প্রায় ১৫ মিনিটের বিবিসির নিউজ কাভারেজ শুনুন এখানে:

Get this widget | Share | Track details


মন্তব্য

কেমিকেল আলী এর ছবি

বিবিসির নিউজটা আসলেই ভাল হইছে।

আড্ডাবাজ এর ছবি

তাই তো স্থায়ীভাবে তুলে দিলাম। কারণ, ২৪ ঘন্টা পর এই নিউজটা বিবিসির সাইটে পাওয়া যাবে না। ধন্যবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিবিসির রিপোর্ট খুবই ভাল হয়েছে। আর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন (আমার জানা মতে ইনি কর্নেল তাহেরের ভাই)-এর বক্তব্যও সময়োপযোগি হয়েছে। শিক্ষক সমিতির কঠোর অবস্থানকে স্বাগত জানাচ্ছি।

ছাত্রদের সাথে সাধারণ হকার আর বস্তিবাসির অংশগ্রহণ বিশেষ কিছু নির্দেশ করছে।

মুহম্মদ জুবায়ের এর ছবি

একটা চমকপ্রদ তথ্য পেলাম। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এই দ্বিতীয়বারের মতো সেখানে সেনাক্যাম্প হলো। প্রথমবার হয়েছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অমিত আহমেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।