সামরিক বাহিনী দ্রুত তার নিজস্ব রুপে আবির্ভূত হচ্ছে। হয়তো তারা হানাদার বাহিনীর মতো ছুতো খুঁজছিল, যা তা পেয়ে গেছে। দেশ স্থায়ী সংকটে পড়লো। শুরু হয়েছে গ্রেফতার ও নির্যাতন। ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। দেশে অন্তরীণ সকল সহযোদ্ধাদের পক্ষ থেকে প্রবাসী বন্ধুদের আবেদন জানাই, এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ গড়ে তোলার। সবাই একত্রে এই সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিদায় হোক সামরিক জান্তা। বিজয় হোক গণতন্ত্রের।
নিয়মিত আপডেটের জন্য পড়ুন: দেশীভয়েসের গ্রুপ ব্লগ
মন্তব্য
নিন্দা জানাই।
আড্ডাবাজ ভাই, আপনাকে আমি facebook এ ইনভাইট করসি। একটু আগে একটা গ্রুপ খুলেছি। say NO to military rule in BD. কনটেন্ট এর বয়াপারে আপনাদের সাহায্য লাগবে।
______ ____________________
suspended animation...
অমিত,
অবশ্যই। আছি এবং পাশে থাকবো। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
আছি...নিন্দা নয় শুধু...প্রতিবাদ শুরু হোক।
লেখতে চাই ..কিন্তু কি লিখবো?
নতুন মন্তব্য করুন