বিবিসি'র এই বিশ্লেষণটি বেশ মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশের এই সংকটের পেছনে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। আলোচনায় যোগ দিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ ও রাজনৈতিক বিশ্লেষক আবদুল গাফফার চৌধুরী। ঘটনাটা কি পরিকল্পিত? সেনাশাসন যে ভয়াবহ অবস্থার সূচনা করবে সে সম্পর্কে অধ্যাপক আলী রিয়াজ নিশ্চিত। আবদুল গাফফার চৌধুরী ভাবছেন, সামরিক সরকার হয়তো জাতীয় সরকারের দিকে ঝুঁকতে পারে। তাহলে শুনুন এখানে:
|
মন্তব্য
শুনলাম। বেশ ভাল লাগল। আচ্ছা আপনারা কেউ কেউ তো অডিও/ভিডিও ব্লগিং শুরু করতে পারেন!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মাহবুব,
পডকাস্টের আইডিয়াটা চমতকার। কিন্তু শুরু করবে কে?
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
আপাতত এইভাবে ভয়েস রেকর্ড করে ইস্নিপস থেকে তুলে দিতে পারেন। পরে সরাসরি এইখানে তোলার ব্যবস্থা করা যেতে পারে। গুরু হিসেবে আপনিই শুরু করুন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কিন্তু ভাই, গান বাজনার গলা যে আমার না। তার চেয়ে এখানে গান বাজনা নিয়ে ব্যস্ত গাতকদের সন্ধানে একটা বিজ্ঞাপন লাগিয়ে দিই। আছেন না কি কোন ভলিন্টিয়ার?
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
কিযে বলেন? আপনার গলা শোনার জন্য কেউ পডকাস্ট শুনবে নাকি? শুনবে আপনার কথার জন্য। শুরু করেন শুরু করেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ!
তোমার সুরে সুরে সুর মেলাতে
নতুন মন্তব্য করুন