সান্ধ্যআইন জারির পর থেকে দেশ সাংবাদিকরা হয়রানির মুখোমুখি হয়। প্রায় ১৫ জন সাংবাদিককে আটক করা হলেও ঘন্টা দু'য়েক পর তাদেরকে মুক্তি দেওয়া হয়। সাংবাদিকদেরকে হয়রানি উদ্দেশ্যমূলক। সামরিক সরকার ভয়ভীতি দিয়ে শান্ত করতে চাচ্ছে। শুনুন বিবিসির আজকের সকালের অনুষ্ঠানে সম্পাদক আমানুল্লাহ কবিরের সাক্ষাতকার। সংবাদপত্রের উপর চাপ বাড়ছে। পরিস্থিতি জটিলতর হচ্ছে আর অবনতিশীল প্রতিরোধে সান্ধ্যআইন কোন স্থায়ী সমাধান নয়। ছাত্রদের আন্দোলন পরিণত হচ্ছে ছাত্র জনতার আন্দোলন। এটা যে সামরিক সরকারের প্রতি ব্যাপক অনাস্থা ও অসন্তোষের স্বতস্ফূর্ত বহি:প্রকাশ- এ ব্যাপারে কোন সন্দেহ নেই। তাহলে শুনুন এই সাক্ষাতকারটি:
|
মন্তব্য
ধন্যবাদ!
তোমার সুরে সুরে সুর মেলাতে
নতুন মন্তব্য করুন