বাংলাদেশের অবনতিশীল অবস্থা:

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: শুক্র, ২৪/০৮/২০০৭ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। সামরিক বাহিনী খুঁজে খুঁজে ছাত্র ও সাংবাদিকদেরকে বেদম প্রহার ও নির্যাতন করছে। দেশীভয়েসে বিবিসির প্রতিবেদনটি দেয়া হয়েছে। এই লাইভ ব্রডকাস্ট শুনলে বুঝা যায় সামরিক বাহিনীর স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী নির্যাতন আগের উদাহরণকে হার মানাচ্ছে। কিছুক্ষণ আগে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন একটি বিবৃতি প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সামরিক সরকারের উপর চাপ প্রয়োগের আবেদন জানিয়েছে। এতে বলা হয:

The international community is also urged to intervene with the Bangladeshi government in order to ensure that it begins to live up to its obligations as a member of the United Nations Human Rights Council and under the various international legal instruments to which the country is party. The gulf in reality between Bangladesh’s attempts to pass itself off as a State that has credibility in terms of human rights at the international level and its record of gross abuses against its own people in-country continues to be an embarrassment that tarnishes all those who do not act to ameliorate this deplorable situation.


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।