ড: আনোয়ার হোসেনের শেষ সাক্ষাতকার

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: শুক্র, ২৪/০৮/২০০৭ - ৯:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গ্রেফতারের পূর্ব ভয়েস অব আমেরিকাকে দেয়া ড: আনোয়ার হোসেনের সাক্ষাতকারটি আপনাদের জন্য এখানে তুলে দেয়া হলো।

Get this widget | Share | Track details

তার বক্তব্য ছিল স্পস্ট, সাহসী আর বীরত্বমূলক। গ্রেফতার করে কি গণপ্রতিরোধ দমন করা যাবে? শুনে দেখুন তার ৫ মিনিটের সাক্ষাতকারটি।


মন্তব্য

Mahbubul Haq এর ছবি

ধন্যবাদ‌।

কনফুসিয়াস এর ছবি

নির্ভীক উচ্চারণ। খুবই ভাল লাগলো।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হাসান মোরশেদ এর ছবি

চমৎকার ।
প্রত্যকেটা পয়েন্টই তো সত্য ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

থার্ড আইয়ের পক্ষ থেকে আড্ডাবাজকে অনেক অনেক ধন্যবাদ।
--------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

আড্ডাবাজ এর ছবি

সবাইকে ধন্যবাদ। বাবার মুক্তির জন্য ড: আনোয়ার হোসেনের ছেলে সানজীব হোসেনের লেখা চিঠিটি এখানে পড়ুন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।