ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: আনোয়ার হোসেন ও ড: হারুন উর রশীদকে আজ রিমান্ড শেষে কোর্টে আনার কথা। বিবিসি'র খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সর্বশেষ খবর শুনুন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদকারী ছাত্রদের বিরুদ্ধে পুলিশী অভিযান চলছে। বিবিসি জানাচ্ছে,
ছাত্রদের খোঁজে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বা শহরের বিভিন্ন মেসে এখনও হানা দেওয়া হচ্ছে, সেই সঙ্গে গন্ডগোলের ভিডিও ফুটেজ দেখে ছাত্রদের চিহ্নিত করার খবরে ছড়িয়েছে আতঙ্ক এমন কী, পুলিশ যে ছাত্রদের খুঁজছে, তাদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলেও তাঁরা অভিযোগ করছেন।এসব অভিযোগের জবাবে ঢাকার পুলিশ কমিশনার নাঈম আহমেদ অবশ্য বিবিসি-কে বলেছেন, হয়রানির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন৻ তিনি দাবি করেছেন, তদন্তের অংশ হিসেবে যে ত্রিশ-বত্রিশজনকে আটক করা হয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুসপ্তাহের মধ্যেই দোষীদের বিরুদ্ধে তাঁরা অভিযোগ গঠন করতে পারবের বলে ধারণা করছেন।
এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬১ জন শিক্ষক আজ এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে তাঁদের সহকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেছেন। সরকারকে উৎখাত করা বা হেয় প্রতিপন্ন করার কোনও চেষ্টার সঙ্গে শিক্ষকরা কোনওভাবেই জড়িত ছিলেন না বলে তাঁরা ওই বিবৃতিতে বলেছেন।
|
মন্তব্য
আমু তো মুখচেনা টাউট
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন