বেশী বেশী করে দোআ করুন। কার দোআ যে কখন লাগে, কেউ জানে না। একজন এখন জেলে বসে দোআ করে, আরেকজন বাইরে বসে হাসে। হযতো আগামী সরকারে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। কে জানে?
৪ | লিখেছেন আড্ডাবাজ (তারিখ: শনি, ১৫/০৯/২০০৭ - ১১:৩৩পূর্বাহ্ন)
সবাই দেখি জলপাই মামাদের মতো কথা বলে। ছবি দেইখা মজা নিব সবাই, আর দায়িত্বের বোঝা পড়ব আড্ডাবাজের মাথার উপর? এটা একটা বিচারের কথা হইলো? মঈনুল আঙ্কেল কিছু একটা বলেন?
মন্তব্য
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কি মাঝি? ডরাইলা?
সচলায়তনের এই ডিফল্ট কমেন্টে বিপ্লব।
এইটা থাকায় আমরা বাঁইচা গেসি।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
সবাই দেখি জলপাই মামাদের মতো কথা বলে। ছবি দেইখা মজা নিব সবাই, আর দায়িত্বের বোঝা পড়ব আড্ডাবাজের মাথার উপর? এটা একটা বিচারের কথা হইলো? মঈনুল আঙ্কেল কিছু একটা বলেন?
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নতুন মন্তব্য করুন