এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অবৈধ আটকাদেশ ও বিচার নিয়ে একটি লিগ্যাল ব্রিফিং তৈরী করেছে ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের জন্য। দুর্নীতির দায়ে আটক শেখ হাসিনার মামলাগুলোর আইনগত দূর্বলতা ও অসম্পূর্ণতা নিয়ে এটি বিশদভাবে বিশ্লেষণ করেছে। এটি সাংসদদের আন্তর্জাতিক ইউনিয়নকে শেখ হাসিনার মুক্তির ব্যাপারে পরবর্তী কর্মপন্থার সুপারিশ প্রস্তাব করেছে। জরুরী আইনের আওতায় অন্তরীণ আওয়ামী লীগ নেত্রীকে আটকাদেশের আইনগত কাঠামো অসম্পূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা তাদের লিগ্যাল ব্রিফিং-এ দাবী করে। এই প্রামাণ্য লিগ্যাল ব্রিফিংটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন।
মন্তব্য
আড্ডাবাজ ভাই কেমন আছেন?
কে কি বললো তা এই সরকার ধার ধারে না। মনে রাখবেন এই সরকার এক মহৎ উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় আছে! তাই আইন উপদেষ্টা যখন অন্য কোন অযোগ্য রাজনীতিবিদের মতই কথা বলে তখন তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা যায় না।
হিউম্যান রাইটস এর কান্ডজ্ঞান দ্যাখছেননি? আমাগো মহান অভূলস্পর্শা সরকারের গায়ে কালি ছিটাইতে চায়।
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
হুম
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
আড্ডাভাই কই থাকেন? নিয়মিত হোন ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আরশাদ,
ভাল আছি। এখনও হাইবার-নেশনে আছি!!!
দুর্বাশা,
কারণ, কালি ছিটানোই এদের কাজ!!
সুজন,
জলপাই ভর্তা হওয়া পর্যন্ত হু-হাঁ করে যাই...।
হাসান,
আছি। এতো বেশী অনিয়মে আছি যে আর নিয়মিত হতে পারছি না!!!
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নতুন মন্তব্য করুন