২ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৭/১০/২০০৭ - ৫:৫২পূর্বাহ্ন)
আচ্ছা আমরা সাদা মহিলা রা শাড়ি চুড়ি পড়লে এত ধন্য হয়ে যাই কেন?আমরা পশ্চিমা পোশাক পড়লে তারা তো উল্টা রিএ্যাক্ট করে!বাংলা উচ্চারন এর বেলাতেও তাই।আধো আধো বাংলা শুনে তাদের মুখে কি গদগদ ই না হই আমরা অথচ তাদের ভাষায় ভুল চুক হলে তারা কেমন করে আমাদের সাথে??
৪ | লিখেছেন আড্ডাবাজ (তারিখ: বুধ, ১৭/১০/২০০৭ - ৮:২৪পূর্বাহ্ন)
আচ্ছা ভিডিওটা দেখে পাবলিক এতো সিরিকাস কেন? বাংলা চর্চা শুরু হোক দিকে দিকে, সমস্যা কি? ভুল দিয়ে শুরু হোক। হয়তোবা এর মধ্য থেকেই William Radiceবেরিয়ে আসবে। বদ্ধ ঘর থেকে বেরিয়ে আসার যে খুব দরকার। ধন্যবাদ সবাইকে।
৫ | লিখেছেন অমিত আহমেদ (তারিখ: বুধ, ১৭/১০/২০০৭ - ৬:৪৩অপরাহ্ন)
ধন্য হওয়া আর খুশি হওয়া আলাদা কথা। বিদেশী কেউ বাংলা বললে আমার ভাল্লাগে, তাই ভিডিওটা দেখেও ভাল্লাগছে। আমরা বেশির ভাগই অন্য ভাষা শিখেছি প্রয়োজনে, ওরা বাংলা শিখেছে শখ করে, কিংবা ভালবেসে। এ দুটোর মধ্যেও তফাত আছে। আমি আমাদের সংস্কৃতির বিকাশ ভালবাসা আর বিনয় দিয়েই করতে চাই। পশ্চিমাদের আক্রমন দিয়ে নয়।
৮ | লিখেছেন বরফ (যাচাই করা হয়নি) (তারিখ: রবি, ২১/১০/২০০৭ - ৩:৫৮অপরাহ্ন)
বিদেশী ভাষা শেখা যে কত কঠিন কাজ, সেইটা এই মহিলার মতো যারা বাংলা শেখার চেষ্টা করে, তারা হয়তো কিছুটা বুঝে। বাকি বলদ/গাভিগুলা মনে করে, সব বিদেশীরই ঐ দেশের ভাষাটা বলতে/বুঝতে পারা উচিত। আরে বাংলা ভাষা তো অনেক সোজা, কত সহজ ব্যাকরণ, আর্টিকেল গ্যাঞ্জাম নাই। কিন্তু সেইটা কইতেই হের জান বাইর হইয়া যাইতেছে।
তবে একটা জিনিস সত্য, বিদেশী দেখলে আমরা অবাক হয়ে তাকাইয়া থাকি। এই অভ্যাসটা নিজে বিদেশে আইসাও ছাড়তে পারি নাই। রাস্তায় মোটামুটি সবার দিকেই তাকাই বিস্ময় সহকারে। দেশে যারা আছে, তাদের আর কেমনে দোষ দেই?
মন্তব্য
সাদা পেত্নী
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আচ্ছা আমরা সাদা মহিলা রা শাড়ি চুড়ি পড়লে এত ধন্য হয়ে যাই কেন?আমরা পশ্চিমা পোশাক পড়লে তারা তো উল্টা রিএ্যাক্ট করে!বাংলা উচ্চারন এর বেলাতেও তাই।আধো আধো বাংলা শুনে তাদের মুখে কি গদগদ ই না হই আমরা অথচ তাদের ভাষায় ভুল চুক হলে তারা কেমন করে আমাদের সাথে??
- এতো বৃহদাকার না হইলে সাদা পেত্নী খারাপ আছিলো না
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আচ্ছা ভিডিওটা দেখে পাবলিক এতো সিরিকাস কেন? বাংলা চর্চা শুরু হোক দিকে দিকে, সমস্যা কি? ভুল দিয়ে শুরু হোক। হয়তোবা এর মধ্য থেকেই William Radiceবেরিয়ে আসবে। বদ্ধ ঘর থেকে বেরিয়ে আসার যে খুব দরকার। ধন্যবাদ সবাইকে।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
ধন্য হওয়া আর খুশি হওয়া আলাদা কথা। বিদেশী কেউ বাংলা বললে আমার ভাল্লাগে, তাই ভিডিওটা দেখেও ভাল্লাগছে। আমরা বেশির ভাগই অন্য ভাষা শিখেছি প্রয়োজনে, ওরা বাংলা শিখেছে শখ করে, কিংবা ভালবেসে। এ দুটোর মধ্যেও তফাত আছে। আমি আমাদের সংস্কৃতির বিকাশ ভালবাসা আর বিনয় দিয়েই করতে চাই। পশ্চিমাদের আক্রমন দিয়ে নয়।
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
মজা লেগেছে ।ধন্যও হইনি,বিরক্তও হইনি ।
বিদেশী ভাষা শেখা যে কত কঠিন কাজ, সেইটা এই মহিলার মতো যারা বাংলা শেখার চেষ্টা করে, তারা হয়তো কিছুটা বুঝে। বাকি বলদ/গাভিগুলা মনে করে, সব বিদেশীরই ঐ দেশের ভাষাটা বলতে/বুঝতে পারা উচিত। আরে বাংলা ভাষা তো অনেক সোজা, কত সহজ ব্যাকরণ, আর্টিকেল গ্যাঞ্জাম নাই। কিন্তু সেইটা কইতেই হের জান বাইর হইয়া যাইতেছে।
তবে একটা জিনিস সত্য, বিদেশী দেখলে আমরা অবাক হয়ে তাকাইয়া থাকি। এই অভ্যাসটা নিজে বিদেশে আইসাও ছাড়তে পারি নাই। রাস্তায় মোটামুটি সবার দিকেই তাকাই বিস্ময় সহকারে। দেশে যারা আছে, তাদের আর কেমনে দোষ দেই?
বলদ হই আর গাভীই হই। আমি বর্ণবাদ এর শিকার হয়েছি অনেকবার।তাই এত ভালবাসা নাই সাদা দের প্রতি।কিন্তু মনেহয় অমিত ঠিক।
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
নতুন মন্তব্য করুন