খুনী মুজাহিদের মুখে শুনি কি? চেনেন না কি মুজাহিদকে? আজকে তিনি পত্র-পত্রিকা আর টিভিতে শিরোনাম হয়েছেন। তাকে দোষ দিই না। মামা সাহস দিয়েছেন, তাই তিনি দু'একটা কথা বলেছেন। আশির দশকে মুক্তিদাতা জেনারেল পিতাকে হারিয়ে মায়ের আঁচলের আশ্রয়ে ঠাঁই নিয়েছেন। চেয়ারেও বসেছেন। এখন পিতৃহারা মুজাহিদ হারিয়েছেন তার স্নেহবতী মা'কে। মা গেছেন শ্রীঘরে। তাই ছোটঘরে বসে মুজাহিদ নিজের বউকে "মা" ডেকেছেন। সবাই যখন চারদিকে হায় হায় শুরু করল। বলল, এটা কি হলো? চারদিকে শুরু হলো হৈ চৈ। বন্ধুরা চিকা মারল। মোবাইল ফোন বিরামহীনভাবে বাজতে লাগল। সবার জিজ্ঞাস্য: মুজাহিদ তার বউকে কেন মা ডাকল?
আমি কথার মার প্যাঁচ জানি না। শুধু জানি: মুজাহিদ ১৯৭১ সালে তার মা'কে নিজের হাতে খুন করেছে। তাই, ইতিহাস বিস্মৃত বিভ্রান্ত খুনী মুজাহিদ যদি বউকে মা-ও ডাকে, আমি হতবাক হই না। তার অপবিত্র চেহারা টিভির পর্দায় আরেকবার উঠার আগে চ্যানেল বদলে বসি। তারপরও যদি কিছু শুনতে হয়: ইউটিউব থেকে শুনতে থাকি:
মন্তব্য
ভাই আমি জানিনা এইখানে এই কথা মানায় কিনা,তবুও বলছি,
আজ দুই বছর হলো,আমি পাকিস্তানি (কুত্তার বাচ্চার দেশ)আউসাফ পত্রিকাতে নিয়মিত থু থু দেই,তারপর স্টোরের এক চিপায় পা দিয়ে মুচড়িয়ে ফেলে রাখি।আজ পরযন্ত কোন দিন এই পত্রিকা বিক্রি হতে দেই নি।এই আমার পাকিস্তানিদের উপর প্রতিদিন কার প্রতিশোধ।(শালীন পাঠক, ভাষার জন্ন মাফ করবেন।ওদের জন্য আমার কোন স্রধধা নেই।কোন সভভতা নেই)
(আমি একটা নিউজ স্টোরে কাজ করি বলেই আল্লাহ আমাকে এই সুযোগ করে দিয়েছেন)
১৯৭১ সালের গণহত্যার বিষয়ে আমরা খুব শীঘ্রি আমাদের কাজ শুরু করতে যাচ্ছি।আমি এর মধধে ততকালীন দি ইন্ডিপেন্ডেন্ট এর সাংবাদিক ডেভিড আরমস্ট্রং,বিগ ব্রাদার উইনার এর সাথে কথা বলেছি।এঁরা আমাকে সব ধরনের সাহায্য করবেন বলে কথা দিয়েছেন।
আমরা এখান থেকে সিগ্নেচার সংগ্রহ শুরু করব।আল্লাহ আমাদের সহায় হলে আন্তরজাতিক আদালতে এর বিচার করে ছাড়ব।সচলায়তন আমাদের একটা বড় প্লাটফর্ম হবে বলে আশা রাখি।কয়েকদিনের মধধেই এই বিষয়ে একটা লেখা লিখব।
আপনাদের সবাইকে পাবো তো ভাই?হবেনা আমাদের বাবা,মা,ভাই বোনদের উপর অত্যাচারের বিচার?
-নিঝুম
আপনার উদ্যোগ সফল করতে সচলায়তনের অনেকেই সহযোগিতা করবেন, এ-ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন।
আপনি লিখুন। অ্যান্টি-পাইক্যা মানেই আপনি অন্তত আমার কাছের লোক।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নিঝুম,
অবশ্যই পাবেন। যতক্ষণ এদেহে প্রাণ থাকবে ততক্ষণ পাশে পাবেন। এসব রাজাকার যুদ্ধাপরাধী বেজন্মাদের বিচারের আগ পর্যন্ত লাখো শহীদের আত্মা শান্তি পাবে না। যে কোন ধরণের সাহায্যে হাত বাড়াবার জন্য এই অধম আপনার/আপনাদের ডাকের অপেক্ষায় রইল। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
নিঝুম পাকিস্তানি কুকুরদের থু থু মারি। আমি তাদের একদম দেখতে পারি না। তাদের দোকানেও কোনদিন যাই না। আপনারা কাজ করে যান ।
আপনার পাশে আছি।
_____________________________
টুইটার
আছি .... সবসময় ...চালিয়ে যান
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
শুয়োরের বাচ্চাদের ওটা মুখনা ওটা................
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
Bhai, 'potro-potrikai shironam hoyese' bollen, Prothm Alo te eita to tolar diker khobor. Na dilei noi tai ar ki...he he he (Moti Bhai er haat kochlano hashi). Amader Moti Bhai ekhono lej gutie asen 'Vija Bilai' er moto keno bolte paren? Manonio Khotiber Jannat Bashi howar eto din poreo? Sorry, Banglai likhte shiki nai ekhono.
প্রথম আলো কি খবর দেবে? ওরা তো ক'দিন আগেই বিক্রি হয়ে গেছে.....
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
ভিডিওতে পঠিত ছড়ার রচয়িতার নাম লুৎফর রহমান রিটন। গদ্য অংশটুকুও তাঁর রচনা, তাঁর সম্পাদিত রাজাকারের ছড়া বইয়ের ভূমিকা থেকে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এখানে অনেক মুরুব্বি/বড় ভাই আছেন দেখে মুখ খারাপ করলাম না। সারাদিন কাজ সেরে মাঝরাতে ঘরে ফিরলাম মাত্র। এই পোস্ট দেখে পত্রিকা খুললাম। হা*** পু* নিজামি বলে কেউ নাকি জিডিও করে নাই। উফ, গা জ্বলতেসে পুরা।
নতুন মন্তব্য করুন