ব্রেকিং নিউজ: সিনেটর কেনেডীর চিঠি

আড্ডাবাজ এর ছবি
লিখেছেন আড্ডাবাজ (তারিখ: বিষ্যুদ, ০১/১১/২০০৭ - ৮:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই মাত্র দেশী ভয়েসে খবরটি প্রকাশিত হলো যে ওয়াশিংটনে বাংলাদেশের রাস্ট্রদূতকে লেখা এক চিঠিতে সিনেটর কেনেডী বাংলাদেশ সরকারকে আটক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্রদেরকে অবিলম্বে মুক্তির আহবান জানিয়েছেন। যদিও এর মধ্যে বেশ ক'বার বলা হয়েছেআটক ছাত্র ও শিক্ষকদেরকে মুক্তি দেওয়া হবে। দেশীভয়েসে প্রকাশিত খবর অনুযায়ী চিঠিতে বলা হয়,

In a forceful letter addressed to Dr. Fakhruddin Ahmed, Chief Adviser to the Caretaker Government of Bangladesh, United States Senator Edward Kennedy, expressed his “deep concern about twelve prominent intellectuals from Dhaka and Rajshahi University who have been detained without charges under the authority of the Director General of Forces Intelligence since August.”

Kennedy stated that he was “especially troubled by accusations that they have been tortured.” The U.S. Senator, brother of the late President John F. Kennedy, has been an outspoken critic of the Bush administration’s war policies in Iraq and the holding of detainees at Guantanamo.

With regard to Bangladesh, Kennedy argued that “holding these twelve men without charge and for political reasons is a major assault on the integrity and independence of the academic community of your nation and calls into question your government’s commitment to human rights and the rule of law...It is wrong for any government to detain individuals for political reasons, and to deny them access for extended periods to attorneys, family members, and medical care.” Kennedy called on the “government to release these intellectuals and students who have been detained for political reasons.”

চিঠির একটি অনুলিপি সংযুক্ত করা হলো। বিস্তারিত আপডেট আসছে।


মন্তব্য

আড্ডাবাজ এর ছবি

কথাটা কস্টকরভাবে সত্য!!!

মাহবুবুল হক এর ছবি

বেছে বেছে প্রগতিশীল, উদারচিন্তার, সংস্কৃতিমনা জনপ্রিয় শিক্ষকদেরকে আটক করা হয়েছে। যাদের পায়ে হাত দেয়ার কথা তাদের গায়ে হাত তুলেছে। অথচ জামাতীগুলারে দ্যাখে নাই। কেনেডির চাপে যদি বাপ ডাকে ভালো কথা না হইলে পাবলিকরে বাপ ডাকন লাগবো কইয়া থুইলাম।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

অমিত আহমেদ এর ছবি

হুম দেখা যাক কি হয়।
আপডেটের অপেক্ষায় রইলাম।


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।