বন্ধু সৌমিত্র দেব টিটোর স্ত্রী,কবি নিতাই সেনের কন্যা শ্রাবণী জটিল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে স্কয়ার হাসপাতালের আইসিইউতে।
শ্রাবণীর সৎ কর্মকর্তা বাবা এবং কবি স্বামী-এরা কেউই দেশ কিংবা বিদেশের চিকিৎসাসেবা ক্রয় করার সামর্থ্য রাখেন না।
টিটোর এই দূঃসময়ে আসুন আমরা যে যেভাবে পারি ওর পাশে দাঁড়াই।
মন্তব্য
আছি স্যার
তুমি অরগ্যানাইজ করো
খুবই স্পর্শকাতর ব্যাপার। কবি নিতাই সেন ও সৌমিত্র দেবের প্রতি আমার সমবেদনা।
হ্যাঁ, লীলেন ঠিকই বলেছেন, সবাই মিলে কিছু করতে হলে কারো না কারো ব্যাপারটা অর্গানাইজ করার দায়িত্ব নিতে হবে। পোস্টটি দিয়ে আপনি যখন সূচনা করেছেন, আপনিই দায়িত্বটা নিন।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আমাকে আপনারা কিছু করতে বললে আমি তা করবো।আসুন সবাই মিলে চেষ্টা করে বন্ধুর পাশে দাঁড়াই।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
এটা তো খুবই খারাপ সংবাদ। শাওনের জন্যে সমবেদনা।
প্রথমতঃ মিডিয়া ধরেন।
কন্থৌজম সুরঞ্জিত
সমবেদনা।
সাহায্যের ছোট্ট হাতটি বাড়ানোই আছে।
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নতুন মন্তব্য করুন