ডিসেম্বরের ৬,৭,৮ তারিখে আজিজ মার্কেট কম্পাউন্ডে অনুষ্ঠিত হবে ১ম জাতীয় লিটল ম্যাগাজিন মেলা ২০০৭।
মেলা চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
লিটল ম্যাগাজিন প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্টল নেয়া যাবে।
লিটল ম্যাগজিন কতৃক প্রকাশিত বই'ও এই স্টল গুলোতে রাখা যাবে।
প্রতিদিনই অনুষ্ঠিত হবে সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা।
সবাইকে আমন্ত্রণ।
সার্বিক যোগাযোগ:
০১৭১১৫২৬২৪২, ০১৭১৬৫২৫৯৩৯, ০১৭১১৯০৪২৫২
মন্তব্য
বেশ, সফল হোক এ আয়োজন।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আচ্ছা দেখতে যাবো
ভালো তো! সচলায়তনে এইরকম একেকটা পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা যায় কিনা দেইখেন তো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি আছি!
একটা ইভেন্টও বাদ দিবো না!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
বিরল লিটল ম্যাগাজিনগুলো সচলায়তনে আপলোড করার জন্য লিটলম্যাগ সম্পাদকদের কাছে ধর্না দেয়া যায়। আমার তো মনে হয় তারা রাজী হবেন। আমি নিজেই অন্তত তিনটা লিটলম্যাগের দায়িত্ব নিতে পারি: দামোদর, পূর্ণদৈর্ঘ ও মান্দার। এরকম একটা আর্কাইভ হলে মন্দ হবে না।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!
দারুন হবে । আহমেদুর রশীদ, মুজিব মেহেদী,মাহবু লীলেন আর আপনি । আপনারা চাইলে অনেক গুলো আর্কাইভ করা যাবে ।
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
দেশে থাকতে আমার কাছে শিলচর থেকে প্রকাশিত 'শতক্রতু' র অনেক গুলো সংখ্যা ছিলো ।
-----------------------------------------
ভালো নেই,ভালো থাকার কিছু নেই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আশা করি আমিও কিছুটা করতে পারবো
সবাইকে সক্রিয় অংশগ্রহনের অনুরোধ করছি।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
মেলা তো হয়ে গেলো বোধ করি ।
আপডেট জানান ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হায় হায়! একদম মনে ছিল না! আগামীকাল কি আছে? না শেষ?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
নতুন মন্তব্য করুন