সারারাত ভেঙ্গে ভেঙ্গে গেছে একটি রুপালি ডানার চাঁদ
রক্ত ও বরফে জমাট বেধেছে শিশুদের হলুদ উপাস
ফুটপাতগুলো সব সরে দাঁড়িয়েছে
ঘর ঘুমাচ্ছে,ফ্রীজ-টিভি চুপচাপ,শুধু জেগে আছে আমার ফুসফুস
জানালার আলোগুলো সহমরণে গেছে অন্ধকবরের সাথে
তরুণ বৃক্ষরা রাত জেগে পাহারা দেয় অসহায় পাতা ও শেকড়
দৌড়ে ধরতে পারিনি
পালিয়ে গেছে মতিঝিলের ছিলান সড়ক
মন্তব্য
শরীর কমাও তাহলে পারবে
অত বড়ো শরীর নিয়ে দৌড়েতো কিছু ধরতে পারার কথা না
ছেঁড়াখোঁড়া গানের মতোই কবিতা অপারগতা ছাড়া আর কীইবা জানাবে। ভাব এখানে অ-ভাবের সঙ্গে টানা হেঁচড়ায় আর কি সৌম্য থাকে?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
নির্জনতাকে সঙ্গী করে এরকম কবিতা মাঝে মাঝে আমাকেও গ্রাস করে..
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ছিলান ধরতে আর দৌড়াবো না...
ও চাইলে আমার কাছে আসবে
ধন্যবাদ ফারুক ওয়াসিফ ও শেখ জলিল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
নতুন মন্তব্য করুন